Narayan Rane: উদ্ভব ঠাকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে দায়ের হল FIR। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেফতারও হতে পারে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্য নারায়ন রানে।

মুম্বই, ২৪ অগাস্ট: কেন্দ্রীয় মন্ত্রী তথা মহরাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের বিরুদ্ধে দায়ের হল FIR। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকর (Uddhav Thackeray)-এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জেরে গ্রেফতারও হতে পারে নরেন্দ্র মোদী (Narendra Modi) মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্য নারায়ন রানে (Narayan Rane)। গত ১৫ অগাস্ট ভুলবশত দেশের স্বাধীনতা দিবসের বছরর উল্লেখ করার সময় কিছুটা সময় নেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। তা নিয়ে রায়গড়ে বিজেপির আশীর্বাদ যাত্রায় রানে মন্তব্য করেছিলেন, এটা লজ্জার যে মুখ্যমন্ত্রী দেশের স্বাধীনতার বছরটা পর্যন্ত জানেন না। সেখানে তিনি উপস্থিত থাকলে উদ্ভব ঠাকরেকে চড় কষিয়ে দিতেন। আরও পড়ুন: বঙ্গোপসাগরে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.১

রানের এই মন্তব্যের জেরে ক্ষিপ্ত হন শিবসেনার সমর্থকরা। রানের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। রানের বাড়ির সামনে বিক্ষোভও দেখায় শিবসেনা। বিজেপি এই ইস্যুতে পাল্টায় রাস্তায় নামতেই, দু দলের সমর্থকরা বিবাদ-হাতাহাতিতে জড়ান।

মজার কথা হল, এই নারায়ণ রানে ১৯ বছর শিবসেনা করেছেন। এমনকী দল তাঁকে মুখ্যমন্ত্রী পদেও বসিয়েছিল। শিবসেনা ছেড়ে পরে কংগ্রেসে যোগ দিয়ে মন্ত্রী হন। পরে কংগ্রেসও তাকে তাড়িয়ে দেয়। তারপর বিজেপিতে যোগ দিয়ে ক মাস আগেই কেন্দ্রীয় মন্ত্রী হন। শিবসেনা সমর্থকরা তাঁকে মুরগী চোর বলে কটাক্ষ করেন।