Pulwama Terror Attack: পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত ১ পুলিশকর্মী, আহত ১ সিআরপিএফ জওয়ান

অমিত শাহর উপত্যকা পরিদর্শনে আসার আগে ফের নাশকতা জম্মু কাশ্মীরে (Pulwama Terror Attack)।

Jammu And Kashmir (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ২ অক্টোবর:  অমিত শাহর উপত্যকা পরিদর্শনে আসার আগে ফের নাশকতা জম্মু কাশ্মীরে (Pulwama Terror Attack)। এই জঙ্গিহানায় এখনও পর্যন্ত একজন জম্মু ও কাশ্মীর পুলিশকর্মী প্রাণ হারিয়েছেন। আহত একজন সিআরপিএফ জওয়ান। আরও পড়ুন-Drunk Man Climbs Stage During BJP Event: মঞ্চে উঠে বিজেপি নেতাকে প্রণাম করছে মদ্যপ, দেখুন ভিডিও

অমিত শাহ আসছে কাশ্মীরে। তাই নিরাপত্তা পরিস্থিতি কতিয়ে দেখতে যৌথভাবে অভিযান চালিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশের একটি দল ও সিআরপিএফ বাহিনী। আচমকাই তাদের উপরে শুরু হয় গোলাবর্ষণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলওয়ামার সংশ্লিষ্ট এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি।

বেশকিছুদিন ধরেই উপত্যকার শান্তি বিঘ্নিত করতে একের পর এক জঙ্গি হামলা চলছে। এদিকে আগামী কাল সোমবারই তিনদিনের সফরে শ্রীনগরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে এই জঙ্গি হামলায় পুলিশের মৃত্যু ও জওয়ানের আহত হওয়ার ঘটনায় প্রশাসনের উদ্বেগ বেড়েছে।