Migrant Workers Break Police Barricades: উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশ সীমান্তে পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল পরিযায়ী শ্রমিক (দেখুন ভিডিও)

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ঢুকতে বাধা। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল শ্রমিক। উত্তরপ্রদেশে থেকে হেঁটে মধ্যপ্রদেশের ফেরেন তারা। রেওয়াতে পুলিশের ব্যারিকেড দিয়ে আস্ত আটকানো ছিল। ব্যারিকেড থাকলেও পর্যাপ্ত পরিমাণ পুলিশ সেখানে উপস্থিত ছিলেন না। ফলে বাধা দেওয়া যায়নি তাদের। ব্যারিকেড ভাঙার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।

পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল পরিযায়ী শ্রমিক (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৭ মে: পরিযায়ী শ্রমিকদের (Migrants Worker) রাজ্যে ঢুকতে বাধা। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল শ্রমিক। উত্তরপ্রদেশে থেকে হেঁটে মধ্যপ্রদেশে ফেরেন তারা। রেওয়াতে পুলিশের ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো ছিল । ব্যারিকেড থাকলেও পর্যাপ্ত পরিমাণ পুলিশ সেখানে না থাকায় বাধা দেওয়া যায়নি তাদের। ব্যারিকেড ভেঙেই ঢুকে পড়েন তারা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রদর্শিত হওয়ার পরই ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রেওয়ার চকঘাট এলাকায়। যেখানে পুলিশ সীমান্তে চলাচল রুখতে ব্যারিকেড (Barricade) লাগিয়েছিল। প্রশাসন থেকে তাদের খাদ্য ও পরিবহন সরবরাহ দিতে অস্বীকার করায় তারা হাঁটতে শুরু করে। কিছুদিন আগেই মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ সীমান্তে এরকমই একটি ঘটনা ঘটে| পরিযায়ী শ্রমিকরা পাথর ছুঁড়ে মারতে থাকে। মধ্যপ্রদেশের সেন্ধওয়ার কাছে ন্যাশনাল হাইওয়ে ৩-এ এই ঘটনা ঘটে। আরও পড়ুন, দুই সন্তানকে বাঁকে বসিয়ে মাইলের পর মাইল হেঁটে শেষপর্যন্ত ভিটেয় পৌঁছলেন বাবা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, পরিযায়ী শ্রমিকদের স্বরাজ্যে ফেরত দেওয়ার সুবিধার্থে সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আটকা পড়া নাগরিকদের ধৈর্য ধরতে এবং সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যগুলিকে সহায়তার প্রয়োজন তাদের অভিবাসীদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজও কেন্দ্র সরকারের থেকে জানানো হয় তারা বাড়ি ফেরার পর যাতে কাজ পেতে অসুবিধা না হয় তা দেখা হবে।