Balwant Singh Rajoana: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং খুনে মূল অভিযুক্ত বলওয়ান্ত সিং রাজোয়ানার মৃত্যুদণ্ড রদ, স্বরাষ্ট্র মন্ত্রক

সন্ত্রাসবাদী সংগঠন বাব্বর খালসার প্রাক্তন প্রধান বলওয়ান্ত সিং রাজওয়ানার (Balwant Singh Rajoana) মৃত্যুদণ্ডের সাজা (death sentence) বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রক। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে খুনের অপরাধে ২০০৭-সালে কেন্দ্রের নির্দেশে তার মৃত্যুদণ্ডের সাজ হয়। ১৯৯৫ সালের ৩১ আগস্ট খুন হন বিয়ন্ত সিং (Beant Singh)। তাঁর খুনের ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রধান চক্রির ভূমিকায় ছিল এই বলওয়ান্ত সিং রাজওয়ানা। এই ঘটনার অল্পদিনের মধ্যেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। ১৯৯৭ সালে নিজের অপরাধ স্বীকার করে বলওয়ান্ত সিং।

বলওয়ান্ত সিং (Photo Credit: PTI)

চণ্ডীগড়, ১২ নভেম্বর: সন্ত্রাসবাদী সংগঠন বাব্বর খালসার প্রাক্তন প্রধান বলওয়ান্ত সিং রাজওয়ানার (Balwant Singh Rajoana) মৃত্যুদণ্ডের সাজা (death sentence) বাতিল করল স্বরাষ্ট্র মন্ত্রক। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে খুনের অপরাধে ২০০৭-সালে কেন্দ্রের নির্দেশে তার মৃত্যুদণ্ডের সাজ হয়। ১৯৯৫ সালের ৩১ আগস্ট খুন হন বিয়ন্ত সিং (Beant Singh)। তাঁর খুনের ষড়যন্ত্রকারীদের মধ্যে প্রধান চক্রির ভূমিকায় ছিল এই বলওয়ান্ত সিং রাজওয়ানা। এই ঘটনার অল্পদিনের মধ্যেই তাকে পুলিশ গ্রেপ্তার করে। ১৯৯৭ সালে নিজের অপরাধ স্বীকার করে বলওয়ান্ত সিং। রাজওয়ানা আসলে একজন পুলিশ কনস্টেবল। বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তানিদের মগজ ধোলাই তাকে এমন ভাবে বদলে দেয় যে চাকরি ছেড়ে সন্ত্রাসবাদী হয়ে গেল রাজওয়ানা।

তবে সুযোগ পেয়েও কখনও নিজের কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করেনি বলওয়ান্ত সিং রাজওয়ানা। ২০০৭ সালে তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল। ১৯৯৫ সালের ৩১ আগস্ট চণ্ডীগড়ের সিভিল সেক্রেটারিয়েটের বাইরে বিস্ফোরণে তত্‍‌কালীন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং-সহ ১৭ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার নেপথ্যে ছিল শিখ সন্ত্রাসবাদী সংগঠন বব্বর খালসা। তারই প্রতিনিধি ছিল পাঞ্জাব পুলিশের কনস্টেবল রাজোয়ানা। তাকে ২০০৭ সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত সেপ্টেম্বরেই রাজোয়ানার মৃত্যুদণ্ড রদ করার খবর মিলেছিল। তবে তখন কোনও বিজ্ঞপ্তি জারি করেনি কেন্দ্রীয় সরকার। এ বার নির্দেশিকা জারি করে তা জেল প্রশাসন ও পাঞ্জাব সরকারের কাছে পাঠানো হয়েছে। আরও পড়ুন-Maharashtra Deadlock: কংগ্রেসের সমর্থন এখনও মেলেনি, মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনা-এনসিপির প্রচেষ্টা বিশবাঁও জলে

জানা গিয়েছে, শিখ গুরু গুরুনানকের ৫৫০তম জন্মতিথিতে মানবতার খাতিরে রাজোয়ানার মৃত্যুদণ্ড লঘু করে যাবজ্জীবন সাজার নির্দেশ দেওয়া হোক। এই আর্জিতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মৃত্যুদণ্ড লঘু হওয়ায় বর্তমানে রাজোয়ানা যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করবে।