New Police Commissioner Of Delhi: উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লির কমিশনার পদে বসতে চলেছেন এসএন শ্রীবাস্তব, বিবৃতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক

দিল্লির হিংসার ঘটনায় পুলিশকেই দোষারোপ করছে বিভিন্ন মহল। বাদ যায়নি সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টও। এমতাবস্থায় দিল্লির পুলিশ কমিশনারের পদ থেকে অব্যাহতি মিলতে চলেছে অমূল্য পট্টনায়েকের। তাঁর জায়গায় আসছেন এসএন শ্রীবাস্তব। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ছাড়পত্র মেলায় কমিশনার পদের (Police Commissioner) হাতবদল নিশ্চিত হল। দিল্লি বিধানসভা নির্বাচনের কারণে অমূল্য পট্টনায়েকের অবসর স্থগিত ছিল। গত ১১ ফেব্রুয়ারি তাঁর চাকরির মেয়াদ ফুরিয়েছে। আগামী কাল তিনি অবসর নিচ্ছেন। এক কথা জটিল সময়ে রাজধানীর পুলিশ কমিশনারের পদে বসতে চলেছেন এসএন শ্রীবাস্তব। ইতিমধ্যেই উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এই হিংয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১০৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১টি এফআইআর দায়ের হয়েছে।

এসএন শ্রীবাস্তব (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি: দিল্লির হিংসার ঘটনায় পুলিশকেই দোষারোপ করছে বিভিন্ন মহল। বাদ যায়নি সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টও। এমতাবস্থায় দিল্লির পুলিশ কমিশনারের পদ থেকে অব্যাহতি মিলতে চলেছে  অমূল্য পট্টনায়েকের। তাঁর জায়গায় আসছেন এসএন শ্রীবাস্তব। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ছাড়পত্র মেলায় কমিশনার পদের (Police Commissioner) হাতবদল নিশ্চিত হল। দিল্লি বিধানসভা নির্বাচনের কারণে অমূল্য পট্টনায়েকের অবসর স্থগিত ছিল। গত ১১ ফেব্রুয়ারি তাঁর চাকরির মেয়াদ ফুরিয়েছে। আগামী কাল তিনি অবসর নিচ্ছেন। এক কথা জটিল সময়ে রাজধানীর পুলিশ কমিশনারের পদে বসতে চলেছেন এসএন শ্রীবাস্তব। ইতিমধ্যেই উত্তর পূর্ব দিল্লির হিংসার ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। এই হিংয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১০৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১১টি এফআইআর দায়ের হয়েছে।

হামলার ঘটনায় পুলিশের সমালোচনা করায় রাতারাতি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির পদ থেকে বদলি হতে হয়েছে এস মুরলীধরকে। তিনি এখন হরিয়ানা ও পাঞ্জাব হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলাবেন। হিংসায় নষ্ট হওয়ায় সরকারি সম্পত্তি ও ধ্বংসস্তূপ সাফাইয়ের কাজ শুরু করেছে পূর্ব দিল্লি পুরনিগম। খুলতে শুরু করেছে দোকানপাট। তাও প্রতি রাস্তায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কমিশনার বদলের প্রক্রিয়া শুরু হয়ে যায়। দিল্লি পুলিশের প্রধান শনিবার অবসরগ্রহণ করছেন। তাঁর জায়গায় আনা হয়েছে IPS অফিসার এসএন শ্রীবাস্তবকে। দিল্লির হিংসা ছড়িয়ে পড়ার পরই তাঁকে CRPF থেকে তুলে এনে স্পেশ্যাল কমিশনারের পদে বসিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। আরও  পড়ুন-National Science Day 2020: ‘বিজ্ঞানে মহিলাদের ভূমিকা’, আজ জাতীয় বিজ্ঞান দিবসের উদযাপনে বিজ্ঞান ভবনের থিম

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে আর কোনও হিংসার খবর আসেনি। ফলে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা শিথিল করে দেওয়া হবে। গত ৩৬ ঘণ্টায় উত্তরপূর্ব দিল্লিতে বড় কোনও ঘটনার খবর আসেনি। সেই কারণেই উত্তরপূর্ব দিল্লিতে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা শুক্রবার ১০ ঘণ্টার জন্য (সকাল ৪টে থেকে ১০টা এবং বিকেল ৪টে থেকে ৮টা) তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রক। মানুষ যাতে কোনও গুজবে কান না-দেন, সেই আর্জিও জানানো হয়েছে বিবৃতিতে। মন্ত্রকের কথায়, 'দিল্লির ২০৩টি থানার মধ্যে শুধুমাত্র ১২টি থানায় এই হিংসার প্রভাব পড়েছে।'