Coronavirus Lockdown: আটকে পড়া পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের বাড়ি ফেরানোর অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক
লকডাউনের (Coronavirus Lockdown) মধ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক (Migrant Workers), পর্যটক (Tourists) এবং পড়ুয়া-সহ অন্যদের বাড়ি ফেরার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। বুধবার এক নির্দেশিকায় কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry of Home Affairs)। আজ বিকেলে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার জন্য প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নোডাল কর্তৃপক্ষ নিয়োগ করতে হবে। তারাই গোটা ব্যাপারটি দেখভাল করবে।
নতুন দিল্লি, ২৯ এপ্রিল: লকডাউনের (Coronavirus Lockdown) মধ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক (Migrant Workers), পর্যটক (Tourists) এবং পড়ুয়া-সহ অন্যদের বাড়ি ফেরার অনুমতি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। বুধবার এক নির্দেশিকায় কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। আজ বিকেলে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনার জন্য প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে নোডাল কর্তৃপক্ষ নিয়োগ করতে হবে। তারাই গোটা ব্যাপারটি দেখভাল করবে।
স্বরাাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, নোডাল অফিসার রাজ্যের কোথায়, কতজন আটকে আছে তা রেজিস্ট্রি করবেন। যদি আটকে পড়ে থাকা ব্যক্তিদের একটি গোষ্ঠী এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে চায় তবে রাজ্যগুলি একে অপরের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে। তবে একমাত্র সড়ক পথেই পরিবহণ হবে। মাধ্যম হবে শুধুমাত্র বাস অর্থাৎ যার আটকে পড়েছে তাদের ফিরিয়ে আনার জন্য বাসের ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে। তবে বাসে তোলার আগে স্যানিটাইজ করতে হবে। সবার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। শুধুমাত্র উপসর্গহীনদেরই বাসে উঠতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আরও পড়ুন: Coronavirus In India: দেশে করোনা আক্রান্ত বেড়ে ৩২ হাজারের কাছে, মৃত্যু বেড়ে ১০০৮
এছাড়া ট্রানজিট রুটে পড়া রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যেই এমন ব্যক্তিদের নিয়ে যাওয়া ও নিয়ে আসার অনুমতি দেওয়া হবে। নিজেদের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারান্টিনে সবাইকে রাখতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে গৃহ পর্যবেক্ষণে রাখা হবে না কি সরকারি কোয়ারান্টিনে কেন্দ্রে রাখা হবে, সে সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনকে নিতে হবে।