Meri Mati Mera Desh : দেশের বীরদের সম্মানিত করতে "মেরা মাটি মেরা দেশ" ক্যাম্পেনের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
"মা মাটি মেরা দেশ" নামের ওই প্রকল্পে দেশের সাহসী বীর পুরুষ ও মহিলাদের সম্মান জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মন কি বাত(Mann Ki Bat) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের কাছে তুলে ধরেন বিভিন্ন বিষয়। যেখানে দেশের উন্নতির আলোচনা পাশাপাশি আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।
এবারও আরও একটি নতুন প্রকল্প সামনে আনতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "মা মাটি মেরা দেশ" (Mera Mati Mera Desh) নামের ওই প্রকল্পে দেশের সাহসী বীর পুরুষ ও মহিলাদের সম্মান জানানো হবে বলে জানিয়েছেন তিনি। শেষ মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, অমৃত মহোৎসব এবং ১৫ ই অগাস্টের মধ্যবর্তী সময়ে মেরা মাটি মেরা দেশ ক্যাম্পেন করা হবে।
এরই মধ্যে বেশ কিছু অনুষ্ঠান করা হবে সারা দেশে। যার মধ্যে রয়েছে দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে শিলালিপি স্থাপন প্রক্রিয়া, এর পাশাপাশি অমৃত কলস যাত্রাও করা হবে সারা দেশ জুড়ে।
অমৃত কলস যাত্রায় (Amrit Kalash Yatra) সারাদেশের মাটি ৭৫০০ কলসের মাধ্যমে দিল্লিতে নিয়ে যাওয়া হবে।এছাড়াও চারাগাছও নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে যাওয়া এই সব মাটি ও চারাগাছগুলিকে বসানো হবে দিল্লির ওয়ার মেমোরিয়ালের পাশে। তৈরি করা হবে অমৃত বাটিকা।এবং এই অমৃত বাটিকায় হয়ে উঠবে এক ভারত শ্রেষ্ঠ ভারতের অন্যতম প্রতীক।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, "৬০ হাজারেরও বেশি অমৃত মহোৎসব তৈরি করা হয়েছে আজাদির অমৃত মহোৎসবে, যা ইতিমধ্যেই তাদের দ্যুতি দেখাচ্ছে। বর্তমানে ৫০ হাজার অমৃত সরোবর তৈরির কাজ চলছে, আমাদের দেশের মানুষ অত্যন্ত সচেতনভাবে এবং দায়িত্বসহকারে জল সংরক্ষনের ক্ষেত্রে মহৎ কাজ করছেন। "
নতুন এই স্কীমের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় ৭৫ টি করে অমৃত সরোবরকে তৈরি বা পুররুজ্জীবীত করতে বলা হয়েছে।