Adani Issue: আদানিতে আদা জল খেয়ে ময়দানে কংগ্রেস, প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি বিরোধীদের, সংসদে আলোচনা চাইলেন রাহুল গান্ধী

আদানি ইস্যুতে ক্রমশ দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। কংগ্রেস, তৃণমূল, বাম দল সহ দেশের মোট ১৬টি বিরোধী দল সংসদ ভবন চত্বরে আদানির শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানাল।

Youth Congress held a protest at Jantar Mantar. (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৬ ফেব্রুয়ারি আদানি ইস্যুতে ক্রমশ দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। কংগ্রেস, তৃণমূল, বাম দল সহ দেশের মোট ১৬টি বিরোধী দল সংসদ ভবন চত্বরে আদানির শেয়ার জালিয়াতির অভিযোগ নিয়ে যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবি জানাল। কংগ্রেসের শীর্ষ নেতা তথা সাংসদ রাহুল গান্ধী বললেন, " আদানি ইস্যুতে যাতে সংসদে আলোচনা না হয় তার সব চেষ্টাই করছে কেন্দ্রীয় সরকার। সরকারের উচিত এই নিয়ে আলোচনা করার।"

কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিং দাবি করেন, সংবিধানের ২৬৭ ধারা অনুযায়ী আদানি ইস্যুতে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী এই বিষয়ে সংসদে আলোচনা না করা পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবো না।" কংগ্রেস আদানি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দেওয়ার দাবি তুলল।

দেখুন যন্তরমন্তরের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের ভিডিয়ো

এদিকে, দিল্লির যন্তরমন্তরে আদানি স্টক ইস্যুতে কেন্দ্রের জড়িয়ে থাকার অভিযোগে বড় বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেস কর্মীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন দিল্লি যুব কংগ্রেস কর্মীরা। জম্মু-কাশ্মীরের কিছু এসবিআই শাখার সামেন বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।