Meghalaya TMC: মেঘের কোলে ফুল ফোটাতে সবার আগে প্রার্থী ঘোষণা তৃণমূলের! মুকুল সাংমা দাঁড়াচ্ছেন সংসাকেই

মেঘের কোলে ফুল হেসেছে...নতুন বছরের শুরুতেই মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। খাতায় কলমে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল।

TMC FLAG (Photo Credit: PTI)

শিলং, ৬ জানুয়ারি: মেঘের কোলে ফুল হেসেছে...নতুন বছরের শুরুতেই মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। খাতায় কলমে মেঘালয়ে এখন প্রধান বিরোধী দল তৃণমূল। ২০২১ সালের নভেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্য়মন্ত্রী মুকুল সাংমা। তাঁর সঙ্গে দলবদল করেন কংগ্রেসের আরও ১১ জন বিধায়ক। মেঘালয়ের ৬০টি-র মধ্যে ৫২টি বিধানসভা আসনেই প্রার্থী ঘোষণা করল দিদির দল। দাপুটে কর্মী, সত, পরিচ্ছন্ন ভাবমূর্তি, কাজের লোক, সর্বসময়ের রাজনীতিবিদদের মেঘালয়ে প্রার্থী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছিল।

সংসাক (সংরক্ষিত) কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। ২০১০ থেকে আট বছর তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৮ থেকে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। কংগ্রেস ছেড়ে তিনি ২০২১ সালে নভেম্বরে তৃণমূলে যোগদান করেন। তৃণমূল ক্ষমতায় এলে মুকু সাংমাই যে মুখ্যমন্ত্রী হবেন তা অনেকটাই স্পষ্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী কোনরাড সাংমা এখন কিছুটা কোণঠাসা। পিএ সাংমার ছেলে কোনরাড বিজেপি-র সমর্থনে সরকার চালানোর পর পদ্ম খোঁচায় কোণঠাসা। বিজেপি এবার কোনরাডের এনপিপি-কে ছাড়াই মেঘালয়ে ক্ষমতায় আসতে মরিয়া। কংগ্রেস থেকে তৃণমূলে আসা এক বিধায়ক দিদির মেঘালয় সফরের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আরও পড়ুন-

বিনা অনুমতিতে অনুপ্রবেশে পাকিস্তান জেলে বন্দি অসমের এক মহিলা

মেঘালয়ে তৃণমূলের প্রার্থী তালিকা

গত ১৫ ডিসেম্বর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মেঘালয়ে এসেছিলেন মমতা। মেঘালয়ে তৃণমূল ক্ষমতায় এলে লক্ষ্মীভাণ্ডারের মত প্রকল্প শুরুর কথা ঘোষণা করেছেন দিদি। মেঘালয়ে‘উই কার্ড’ উদ্বোধন করেছেন তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। যে উই কার্ডে বছরে ১২ হাজার টাকার দেওয়া হয়েছে রাজ্যের মহিলাদের। ‘উই কার্ড’ তথা ‘মেঘালয় ফিনান্সিয়াল ইনক্লুশন ফর উইমেন এমপাওয়ারমেন্ট স্কিম’-এ পাঁচ হাজারের বেশি মহিলার নাম নথিভুক্ত হয়েছে।

গোয়া থেকে শিক্ষা নিয়ে বেশ কিছু আসনে দলছুট নয়, পুরনো সৈনিকদের ওপরেই ভরসা রেখেছে তৃণমূল। মৌসিনরামের রাজ্যে ভোট প্রচারে আসার কথা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মেঘালয় বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে মার্চে। আগামী মাসে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে প্রার্থী ঘোষণা করে, প্রচারে ঝড় তুলতে মরিয়া জোড়া ফুল শিবির। কংগ্রেসের সঙ্গে জোটে না গিয়ে মেঘের রাজ্যে একাই লড়ছে তৃণমূলে।

২০১৮ মেঘালয় বিধানসভা নির্বাচনে লড়েনি তৃণমূল। ৬০ আসনের মেঘালয় বিধানসভায় ২০১৮ সালে কংগ্রেসে জিতেছিল ২১টি, এনপিপি ২০টি, ইউডিপি ৬টি, বিজেপি ২টি, পিডিএফ ৪টি,এনসিপি ১টি, ও নির্দল ৪টি আসনে। বিজেপি-র সমর্থনে রাজ্যে ক্ষমতায় আসে এনপিপি বা ন্যাশানল পিপিলস পার্টি।