Gangster Lawrence Bishnoi: 'গ্যাংস্টার রিয়েল হিরো' অনলাইনে বিকোচ্ছ লরেন্স বিষ্ণোইয়ের মুখ আঁকা টি শার্ট

তীব্র সমালোচনার মুখে পড়ে এই টি শার্ট বিক্রি বন্ধ করে দিয়েছে মিশো। তবে ফ্লিপকার্টে এখনও মিলছে এই টি শার্ট।

অনলাইনে বিকোচ্ছ লরেন্স বিষ্ণোইয়ের মুখ আঁকা টি শার্ট (ছবিঃX)

নয়াদিল্লিঃ সলমন খানের(Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি, প্রাণে মারার হুমকি। বর্তমানে সবমিলিয়ে এখন চর্চায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই(Gangster Lawrence Bishnoi)। তবে এবার আর শুধু খবরের কাগজ, পাড়ার চায়ের ঠেক কিংবা টিভির পর্দাতেই নয়, বিষ্ণোইয়ের জনপ্রিয়তা ছড়াল অনলাইন (Online) ই-কমার্স সাইটগুলিতেও(E-Commerce Sites)। অনলাইন সাইটে বিকোচ্ছে লরেন্স বিষ্ণোইয়ের মুখ আঁকা টিশার্ট। এই টি শার্ট(Tshirt) সলমন ভক্তদের নজরে আসতেই তুমুল শোরগোল। প্রশ্নের মুখে অনলাইন ই-কমার্স সাইটগুলির নৈতিকতা। জানা গিয়েছে, মিশো, ফ্লিপকার্টের মতো জনপ্রিয় ই- কমার্স সাইটগুলিতে এই ধরনের টিশার্ট পাওয়া যাচ্ছে। দাম ১৭০ থেকে ২৫০ টাকা। কিছু টি শার্টে আবার লেখা, 'গ্যাংস্টার রিয়েল হিরো।' এই টি শার্ট নজরে আসতেই শুরু হয়েছে চর্চা। জেলবন্দি অপরাধীর ছবি আঁকা টি শার্ট বিক্রি হচ্ছে? তা কিনছেনও মানুষ, এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তীব্র সমালোচনার মুখে পড়ে এই টি শার্ট বিক্রি বন্ধ করে দিয়েছে মিশো। তবে ফ্লিপকার্টে এখনও মিলছে এই টি শার্ট।

'গ্যাংস্টার রিয়েল হিরো' অনলাইনে বিকোচ্ছ লরেন্স বিষ্ণোইয়ের মুখ আঁকা টি শার্ট