Meerut Doctor Strike: বাংলার পর যোগীরাজ্যে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের
হাসপাতালে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। এমনকী অভিযুক্ত গ্রেফতার না হলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
নয়াদিল্লিঃ যোগীরাজ্যে কর্মবিরতির (Strike)ডাক জুনিয়র চিকিৎসকদের(Junior Doctors)। কলকাতার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের (Sagar Dutta Medical College and Hospital)পর উত্তরপ্রদেশের মিরাটে(Meerut) জুনিয়র ডাক্তারকে হেনস্থা। তার প্রতিবাদেই পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। বন্ধ জরুরী পরিষেবাও। জানা গিয়েছে, নিগ্রহের ঘটনাটি ঘটেছে মিরাটের লালা লাজপত রাই মেডিক্য়াল কলেজে। গত শনিবার রাতে এক মরনাপন্ন রোগীকে ভর্তি করা হয়। খানিক পরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই চিকিৎসকদের উপর চড়াও হয় রোগীর পরিবাররে লোকেরা। অক্সিজেন সিলিন্ডার খোলার স্প্যানার দিয়ে মনীশ নামক এক জুনিয়র চিকিৎসকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ। হাসপাতালের মধ্যে এই ঘটনা ঘটার পরই অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন জুনিয়র চিকিৎসকেরা। সেই সঙ্গেই হাসপাতালে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। এমনকী অভিযুক্ত গ্রেফতার না হলে গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।প্রসঙ্গত, কলকাতার আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে কলকাতার রাজপথে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করেন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা। যখন চর্চায় চিকিৎসকদের নিরাপত্তা তখন সাগর দত্ত মেডিক্যাল কলেজে ফের রোগীর পরিবারের হাতে হেনস্থার শিকার এক জুনিয়র ডাক্তার। এরপরই ফের কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলার জুনিয়র চিকিৎসকেরা।
বাংলার পর যোগীরাজ্যে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের