India-China Tensions: ভারত-চিন সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে দৃঢ় সংকল্প, বলে জানায় ভারতীয় বিদেশমন্ত্রক

মঙ্গলবার ভারতীয় সেনার ওপরে হামলা চালায় চিনা ফৌজ। মৃত্যু জয় তিনজন সেনাসহ একজন কর্ণেলেরও। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে লাদাখের (Ladakh) ভারত চিন সীমান্তে, সেসময় গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলছিল, তার মধ্যেই ভারতীয় সেনাকে লক্ষ্য করে হামলা চালায় লাল ফৌজ। সীমান্ত সমস্যা নিয়ে লাদাখে ভারত চিন দুই পক্ষের সেনাদের মধ্যেই বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে।

(Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৬ জুন: মঙ্গলবার ভারতীয় সেনার ওপরে হামলা চালায় চিনা ফৌজ। মৃত্যু জয় তিনজন সেনাসহ একজন কর্ণেলেরও। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে লাদাখের (Ladakh) ভারত চিন সীমান্তে, সেসময় গলওয়ান উপত্যকায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়া চলছিল, তার মধ্যেই ভারতীয় সেনাকে লক্ষ্য করে হামলা চালায় লাল ফৌজ। সীমান্ত সমস্যা নিয়ে লাদাখে ভারত চিন দুই পক্ষের সেনাদের মধ্যেই বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিবৃতি দিয়ে বিদেশমন্ত্রক (MEA) জানিয়েছে, লাদাখে একতরফাভাবে স্থিতিশীল অবস্থা পরিবর্তনের জন্য চিনের চেষ্টার ফলস্বরূপ ১৫ জুন হিংসার ঘটনা ঘটেছে। উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটেছে। চুক্তি চূড়ান্তভাবে অনুসরণ করা হলে এই ঘটনা এড়ানো যেত। আমরা সীমান্ত অঞ্চলে শান্তি বজায় রাখতে এবং আলোচনার মাধ্যমে মত-পার্থক্যের সমাধানের প্রয়োজনীয়তার বিষয়ে দৃঢ় সংকল্প বিশ্বাসী রয়েছি। একই সঙ্গে, আমরা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল মনোভাবে আমাদের সমস্ত কার্যক্রম সর্বদা এলএসি (LAC)-র ভারতের পাশেই থাকে। আমরা চিনের পক্ষ থেকেও একই প্রত্যাশা করি। আরও পড়ুন, লাদাখে ভারত-চিন সীমান্তে লাল ফৌজের হামলা, শহিদ কর্ণেল-সহ ৩ জওয়ান

সশস্ত্র বাহিনী কর্তৃক জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রাতে চিনা প্রতিপক্ষের মুখোমুখি হয়ে দুই ভারতীয় সেনা ও এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। চিনেও পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কোনও কর্মী নিহত হয়েছে কিনা তা উভয় পক্ষের সরকারী সূত্রের দ্বারা স্পষ্ট করে বলা যায়নি। গত ৩ জুন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে জানান, “লাদাখে ভারত ও চিনের মধ্যে হঠাৎ শুরু হওয়া সীমান্ত সমস্যা মূলক উত্তেজনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। ড্যামেজ কন্ট্রোল শুরু হয়েছে। দুই তরফের সেনার বিভিন্ন পর্যায়েই এই নিয়ে বৈঠক চলছে।”