Mathura: ছাত্রীকে ঘর বন্ধ করে মারধর ও হেনস্থা, অভিযুক্ত হোস্টেল ইন চার্জ সহ আরও দুই

এই ঘটনায় যুক্ত হোস্টেলের ইন চার্জ সহ আরও দুই সহকারী। এই ছাত্রের নাম কীর্তি কুমারী সেঙ্গার। হোস্টেল ছাড়ার সময় তাঁর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

নয়াদিল্লিঃ হোস্টেল (Hostel) ছাত্রীকে(Student) ঘর বন্ধ করে মারধর এবং হেনস্থা(Assault), পুলিশের(Police) দ্বারস্থ তরুণী। ঘটনাটি ঘটেছে মথুরায়(Mathura)। সোশ্যাল মিডিয়ার(Social Media) মাধ্যমে এই ঘটনাটি প্রকাশ্যে আনেন ওই ছাত্রীর সহপাঠীরা। জানা গিয়েছে, ঘর বন্ধ করে ছাত্রীকে মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত হোস্টেলের ইন চার্জ সহ আরও দুই সহকারী। এই ছাত্রের নাম কীর্তি কুমারী সেঙ্গার। হোস্টেল ছাড়ার সময় তাঁর উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন তিনি। এসপি সিটি অরবিন্দ কুমার বলেছেন, "একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত এবং মথুরার একটি বেসরকারি হোস্টেলের এক ছাত্রী হোস্টেলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ তাঁকে নিগ্রহ করা হয়েছে। এই ঘটনায় মামলা নথিভুক্ত করা হয়েছে, এবং তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।" এই ঘটীনার একটি ভডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এই ভাইরাল ভিডিয়োকে ঘিরে নিন্দায় সরব হয়েছে নেটিজেনদের একাংশ।

ছাত্রীকে ঘর বন্ধ করে মারধর হেনস্থা