Period Blood Sold In Maharashtra: পাশবিক! বিবাহিত যুবতীকে ধর্ষণের পর রজঃস্রাবের রক্ত বিক্রির অভিযোগ মহারাষ্ট্রে

২৭ বছরের এক বিবাহিত যুবতীকে নৃশংসভাবে ধর্ষণের পর অনাহারে রেখে তাঁর রজঃস্রাবের রক্ত কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপের জন্য ৫০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠল।

২৭ বছরের এক বিবাহিত যুবতীকে (married woman) নৃশংসভাবে ধর্ষণের (brutally raped) পর অনাহারে (starved) রেখে তাঁর রজঃস্রাবের রক্ত (menstrual blood) কিছু তান্ত্রিক ক্রিয়াকলাপের (witchcraft rituals) জন্য ৫০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠল। পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) বিড (Beed) এলাকার সাউনদানা গ্রামে (Saundana village)।