IPL Auction 2025 Live

Maoist Attack In Chattisgarh: দান্তেওয়াড়ায় মাও হামলায় নিহত ১১, তীব্র নিন্দা প্রধানমন্ত্রী মোদীর

মাও হামলায় যে শহিদদের প্রাণ গিয়েছে, তাঁদের অবদান দেশ চিরকাল স্মরণ করবে। এই কঠিন সময়ে শহিদ পরিবারগুলি যাতে মনের জোর পায়, তার প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi Condemn Maoist Attack (Photo Credit: ANI)

দান্তেওয়াড়া, ২৬এপ্রিল: মাওবাদী (Maoist Attack) হামলার জেরে বুধবার কেঁপে ওঠে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া(Dantewada) । দান্তেওয়াড়ার আরানপুরে মাওবাদী হামলার জেরে পরপর ১১ জনের মৃত্যু হয়। যে ঘটনার ভয়াবহতায় কেঁপে উঠতে শুরু করেছে প্রায় গোটা দেশ।   দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় যে ১১ জন পুলিশ কর্মীর প্রাণ যায়, তার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাও  হামলায় যে শহিদদের প্রাণ গিয়েছে, তাঁদের অবদান দেশ চিরকাল স্মরণ করবে। এই কঠিন সময়ে শহিদ পরিবারগুলি যাতে মনের জোর পায়, তার প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

 

আরও পড়ুন: Maoist Attack In Chattisgarh: গোপণ সূত্রে মাওবাদীদের খোঁজ চালিয়ে ফেরার পথে বিস্ফোরণ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে দান্তেওয়াড়ার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল জানান, মাওবাদীদের কোনওভাবে রেয়াত করা হবে না।  মাওবাদীদের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে বলেও  মন্তব্য করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।