Manorama Khedkar arrested: কৃষকদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার পূজা খেড়কারের মা, নজরে এবার ট্রেনি আইএএস অফিসার
অবশেষে গ্রেফতার শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারেরন মা মনোরমা খেড়কার। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে পুনে গ্রামীণ থানার পুলিশ।
অবশেষে গ্রেফতার শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেড়কারের (Puja Khedkar) মা মনোরমা খেড়কার (Manorama Khedkar)। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে পুনে গ্রামীণ থানার পুলিশ। তারপর তাঁকে আটক করে পউড থানায় নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, বন্দুক উচিয়ে কৃষকদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মনোরমাকে। ঘটনাটি বেশ কয়েকবছর আগে ঘটলেও সম্প্রতি তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আর তারপরেই ওই কৃষকরা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এদিন সেই মামলার তদন্তে মনোরমা খেড়কারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর তারপরেই গ্রেফতার করা হয় পূজার মাকে।
অন্যদিকে বিতর্কিত ট্রেনি আইএএস অফিসারকে সম্প্রতি তলব করেছে পুনে পুলিশ। তবে ক্ষমতার অপব্যবহার বা ভুয়ো নথি দেখিয়ে চাকরি পাওয়ার মামলায় নয়, বরং তাঁকে একটি পৃথক মামলায় জেরা করার জন্য তলব করা হয়েছে। সূত্রের খবর, পুনের জেলাশাসক সুহাস দিওয়াসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন পূজা। সেই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা। যদিও এই মামলা নিয়ে পুলিশের বিস্তর সন্দেহ রয়েছে। তাই আগে সুহাস ও পরে পূজার বয়ান রেকর্ড করা হবে। তারপর এই মামলায় এফআইআর করা হবে কিনা সেটা নিশ্চিত করা হবে।
এদিকে দিন যত গড়াচ্ছে খেড়কার পরিবারের রহস্য ততই সামনে আসছে। পূজা তাঁর বাবার সাহায্যে ভুয়ো সংশাপত্র, পরিচয়পত্র এবং যাবতীয় ভুয়ো নথি দেখিয়ে আইএএস হয়েছেন। সেটা প্রমান করা এখন সময়ের অপেক্ষা। সবমিলিয়ে বেশ চাপেই রয়েছেন শিক্ষানবিশ পূজা। তবে এরপরেও তাঁর দ্বম্ভ একচুলোও কমেনি। এখনও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পূজা সটান জবাব দেন তিনি এই প্রসঙ্গে এখনই কোনও জবাব দিতে চান না।