Manish Sisodia: ১৪টি ভিন্ন মোবাইল থেকে ৪৩টি সিম ব্যবহার করতেন সিসোদিয়া, বিস্ফোরক ইডি
মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় একের পর এক তথ্য প্রমাণ লোপাট করতেই মোবাইল ফোন এবং সিম কার্ড সব নষ্ট করে দেন মণীশ সিসোদিয়া। বিস্ফোরক অভিযোগে এমনও দাবি করে ইডি।
দিল্লি, ২৯ মে: মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধে এবার ফের নয়া অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মণীশ সিসোদিয়া ১৪টি ভিন্ন ভিন্ন মোবাইল ফোনে ৪৩টি সিম কার্ড ব্যবহার করতেন বলে অভিযোগ করা হয় ইডির তরফে। যে ১৪টি মোবাইল ফোন মণীশ সিসোদিয়া ব্যবহার করতেন, সেগুলি সব নষ্ট করে দেন দিল্লির প্রাক্তন মন্ত্রী। মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় একের পর এক তথ্য প্রমাণ লোপাট করতেই মোবাইল ফোন এবং সিম কার্ড সব নষ্ট করে দেন মণীশ সিসোদিয়া। বিস্ফোরক অভিযোগে এমনও দাবি করে ইডি। পাশাপাশি মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলার তদন্ত করতে গিয়ে ইডি মাত্র ৫টি সিম কার্ড উদ্ধার করতে পেরেছে। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে ইডির হাতে মাত্র ৫টি সিম কার্ড এসেছে,যেগুলি দিল্লির প্রাক্তন মন্ত্রী ব্যবহার করতেন বলে খবর।
এদিকে সিসোদিয়ার দাবি, সিবিআই যে ফোন এবং সিম কার্ডগুলি তাঁর কাছ থেকে উদ্ধার করে, সেগুলি ভেঙে ফেলা হয়েছে। সিবিআই আধিকারিকরা কোথায় সেই সিম কার্ড নষ্ট করেছেন, তা সিসোদিয়া বলতে পারবেন না বলে জানান কেজরিওয়াল ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ।