Manish Sisodia: মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলা, দিল্লি হাইকোর্টে জামিন বাতিলের পর শীর্ষ আদালতে যাচ্ছেন মণীশ সিসোদিয়া

মণীশ সিসোদিয়া ১৪টি ভিন্ন ভিন্ন মোবাইল ফোনে ৪৩টি সিম কার্ড ব্যবহার করতেন বলে অভিযোগ করা হয় ইডির তরফে। যে ১৪টি মোবাইল ফোন মণীশ সিসোদিয়া ব্যবহার করতেন, সেগুলি সব নষ্ট করে দেন দিল্লির প্রাক্তন মন্ত্রী। অভিযোগ ইডির।

Manish Sisodia (Photo Credit: ANI)

দিল্লি, ৩০ মে: মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় ফের জামিন খারিজ হল মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। দিল্লি হাইকোর্ট মণীশ সিসোদিয়ার জামিন বাতিল করার পর দিল্লির প্রাক্তন মন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। যা নিয়ে ফের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। প্রসঙ্গত মণীশ সিসোদিয়া ১৪টি ভিন্ন ভিন্ন মোবাইল ফোনে ৪৩টি সিম কার্ড ব্যবহার করতেন বলে অভিযোগ করা হয় ইডির তরফে। যে ১৪টি মোবাইল ফোন মণীশ সিসোদিয়া ব্যবহার করতেন, সেগুলি সব নষ্ট করে দেন দিল্লির প্রাক্তন মন্ত্রী। মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় একের পর এক তথ্য প্রমাণ লোপাট করতেই মোবাইল ফোন এবং সিম কার্ড সব নষ্ট করে দেন মণীশ সিসোদিয়া। বিস্ফোরক অভিযোগে এমনও দাবি করে ইডি।

আরও পড়ুন:  Manish Sisodia: ১৪টি ভিন্ন মোবাইল থেকে ৪৩টি সিম ব্যবহার করতেন সিসোদিয়া, বিস্ফোরক ইডি

পাশাপাশি মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলার তদন্ত করতে গিয়ে ইডি মাত্র ৫টি সিম কার্ড উদ্ধার করতে পেরেছে। মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে গিয়ে ইডির হাতে মাত্র ৫টি সিম কার্ড এসেছে,যেগুলি দিল্লির প্রাক্তন মন্ত্রী ব্যবহার করতেন বলে খবর।