Manipur Viral Video: মণিপুরে ২ মহিলার নগ্ন ভিডিয়ো কাণ্ডে কারা অপরাধীদের রক্ষা করছিল? প্রশ্ন তৃণমূলের
তৃণমূল নেতা সাকেত গোখলে বলেন, মণিপুরের ঘটনার পর কেন ৭৮ দিন ধরে অপেক্ষা করা হল অপরাধাদের পাকড়াও করতে? ২ মহিলার উপর যারা অত্যাচার করেছে, তারা কোন দলের সমর্থক বা সদস্য বলে প্রশ্ন তোলেন গোখলে।
দিল্লি, ২১ জুলাই: মণিপুরে ২ মহিলার নগ্ন ভিডিয়ো ভাইরাল হওয়ার ঘটনায় গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মণিপুরের ঘটনায় মুখ খুলতে শুরু করেছে দেশের প্রায় প্রতিটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার মণিপুরের ঘটনার তীব্র বিরোধিতা করে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ঘটনার বিরুদ্ধে প্রত্যেকের সমবেত প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের পর শুক্রবারও মণিপুরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।
তৃণমূল নেতা সাকেত গোখলে বলেন, মণিপুরের ঘটনার পর কেন ৭৮ দিন ধরে অপেক্ষা করা হল অপরাধাদের পাকড়াও করতে? ২ মহিলার উপর যারা অত্যাচার করেছে, তারা কোন দলের সমর্থক বা সদস্য বলে প্রশ্ন তোলেন গোখলে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কেন অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে? কারা এতদিন ধরে ওই অপরাধীদের রক্ষা করছিল বলে প্রশ্ন তোলা হয় তৃণমূল কংগ্রেসের তরফে?