Manipur Viral Video: মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে চরম হেনস্থা, অভিযুক্তর বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা

ওই ঘটনায় মূল অভিযুক্ত যাতে কোনওভাবে ছাড় না পায়,সে বিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, মণিপুরের ঘটনায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়।

Manipur Violence (Photo Credits: Twitter)

ইম্ফল, ২১ জুলাই: মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে হেনস্থার ঘটনায় অভিযুক্তর বাড়িতে ধরিয়ে দেওয়া হল আগুন। শুক্রবার ওই ঘটনায় মূল অভিযুক্তর বাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন। যা নিয়ে ফের চাপানউতোর বাড়তে শুরু করেছে। গত ৩ মে মণিপুরে কাংকোপিতে উত্তেজনা ছড়ায়। কাংকোপিতে উত্তেজনা ছড়ালে, সেখানে ২ মহিলাকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ওঠে। ৪ মে-র ওই ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়ে যায় হু হু করে। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ওই ঘটনায় মূল অভিযুক্ত যাতে কোনওভাবে ছাড় না পায়,সে বিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, মণিপুরের ঘটনায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে দাবি জানাতে শুরু করেন শাসক, বিরোধী প্রত্যেকে।