Manipur Viral Video: মণিপুরে ২ মহিলাকে নগ্ন করে চরম হেনস্থা, ভাইরাল ভিডিয়োকাণ্ডে অভিযুক্ত ৪ জনের পুলিশ হেফাজত

গত ৩ মে মণিপুরের কাংকোপিতে উত্তেজনা ছড়ালে, তারপর দিন অর্থাৎ ৪ মে ২ মহিলাকে নগ্ন করে তাঁদের চরম হেনস্থা করা হয়। যে ঘটনা ওই সময় ধামাচাপা দেওয়া থাকলেও, সম্প্রতি তা ভাইরাল হয়

Manipur Arrest (Photo Credit: File Photo)

ইম্ফল, ২১ জুলাই: মণিপুরে ২ মহিলার নগ্ন ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতারি শুরু হয়। মণিপুরে ২ মহিলার নগ্ন ভিডিয়োকাণ্ডে বৃহস্পতিবার মূল অভিযুক্তকেও করা হয় গ্রেফতার। হুরেম নামে বছর ৩২-এর ওই যুবকের গ্রেফতারির পর তার বাড়িও জ্বালিয়ে দেওয়া হয়। যা নিয়ে জোর চর্চা শুরু হওয়ার মাঝে এবার ৪ অভিযুক্তকে ১১ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মণিপুর পুলিশের তরফ জানানো হয় এই খবর।

 

গত ৩ মে মণিপুরের কাংকোপিতে উত্তেজনা ছড়ালে, তারপর দিন অর্থাৎ ৪ মে ২ মহিলাকে নগ্ন করে তাঁদের চরম হেনস্থা করা হয়। যে ঘটনা ওই সময় ধামাচাপা দেওয়া থাকলেও, সম্প্রতি তা ভাইরাল হয়। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে শুরু হয়ে যায় শোরগোল। এরপরই ওই ঘটনায় মূল অভিযুক্ত-সহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়।

মণিপুরের ঘটনায় যাতে অভিযুক্তরা কড়া শাস্তি পায়, সে বিষয়ে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।