Manipur Violence: মণিপুরে আইনকানুন অবশিষ্ট নেই, তদন্তে ব্যর্থ রাজ্য পুলিশ, মন্তব্য সুপ্রিম কোর্টের

গত ৪ মে-র ঘটনার ভিডিয়ো যখন ১৯ জুলাই প্রকাশ্যে আসে, তা নিয়ে তোলপাড় হয়ে যায় প্রায় গোটা দেশ। মণিপুরে মহিলাদের উপর যারা অত্যাচার করছে, তারা যাতে কোনওভাবে ছাড়া না পায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Manipur (Photo Credit: File Photo)

দিল্লি, ১ অগাস্ট: মণিপুরের উত্তেজনা নিয়ে ফের মুখ খুলল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের তরফে বলা হয়, মণিপুরে কোনও আইনের শাসন নেই। শুধু তাই নয়, মণিপুরে যা হচ্ছে, তার তদন্ত করতে ব্যর্থ সে রাজ্যের পুলিশ। এমনও মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের তরফে। গত মে মাস থেকে উত্তপ্ত হতে শুরু করে মণিপুর। উত্তর-পূর্বের এই রাজ্যে উত্তেজনা ছড়ায় মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে। মেইতেই  এবং কুকিদের সংঘর্ষে যখন মণিপুর উত্তাল, সেই সময় গত ১৯ জুলাই প্রকাশ্যে আসে একটি ভিডিয়ো। যেখানে ২ মহিলাকে বিবস্ত্র করে তাঁদের হেনস্থা করা হয়।

গত ৪ মে-র ঘটনার ভিডিয়ো যখন ১৯ জুলাই প্রকাশ্যে আসে, তা নিয়ে তোলপাড় হয়ে যায় প্রায় গোটা দেশ। মণিপুরে মহিলাদের উপর যারা অত্যাচার করছে, তারা যাতে কোনওভাবে ছাড়া না পায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।