Manipur Violence: AFSPA-এর আওতায় 'অশান্ত এলাকা', মণিপুর নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের
মেইতেই সম্প্রদায়ের ২ পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ছবি প্রকাশ্যে আসতেই, বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী অন বীরেন সিংয়ের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। ফলে পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে বিক্ষোভ রদ করতে গেলে, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।
ইম্ফল, ২৭ সেপ্টেম্বর: ২ পড়ুয়ার মৃত্যু ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে মণিপুর। রাজ্যের বর্তমান পরিস্থিতি বিচার করে, মণিপুর সরকারের তরফে বুধবার ঘোষণা করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA) প্রয়োগ করা হবে। এই বিশেষ আইনের অধীনে সমগ্র রাজ্যের বেশ কিছু অংশকে একটি 'অশান্ত এলাকা' ঘোষণা করা হয়। যদিও মণিপুরের রাজধানী শহর ইম্ফল সহ ১৯টি থানা এলাকায় AFSPA কার্যকর করা হবে না বলে জানানো হয়। গোটা রাজ্য জুড়ে চরমপন্থীদের যে বাড়বাড়ন্ত শুরু হয়েছে এবং হিংসার ঘটনা বাড়ছে,তার জেরেই বেশ কিছু অঞ্চলে এই বিশেষ আইন প্রয়োগের উদ্যোগ।
মেইতেই সম্প্রদায়ের ২ পড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ছবি প্রকাশ্যে আসতেই, বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী অন বীরেন সিংয়ের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। ফলে পুলিশ কাঁদানে গ্যাস প্রয়োগ করে বিক্ষোভ রদ করতে গেলে, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।
প্রসঙ্গত মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিবাদের জেরে উত্তাল পরিস্থিতির মধ্যে গত ৬ জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় দুই পড়ুয়া। অবশেষে তাঁদের খুনের ছবি প্রকাশ্যে আসায়, তা নিয়ে ফের বিক্ষোভ শুরু হয় উত্তর-পূর্বের এই রাজ্যে।