Manipur Violence: বন্দুকের নলের আগায় মা, স্ত্রীকে রেখে মণিপুরের জনপ্রিয় গায়ক-গীতিকারকে অপহরণ
পূর্ব ইম্ফলের খুরাইয়ের বাসিন্দা আখু চিংগাংবামকে কেন অপহরণ করা হয়, সে বিষয়ে ধোঁয়াশা ছড়াচ্ছে। গায়ক-গীতিকার হিসেবে পরিচিত আখুর একটি গাণনের ব্যান্ডও রয়েছে 'ইম্ফল টকিস' নাম করে।
ইম্ফল, ২৯ ডিসেম্বর: মণিপুরের (Manipur) জনপ্রিয় গায়ক-গীতাকার আখু চিংগাংবামকে অপহরণ করা হয়েছে বলে খবর মিলতে শুরু করেছে। অস্ত্রধারী দুষ্কৃতীরা হাজির হয়ে মণিপুরের এই গায়ককে অপহরণ করে বলে খবর। রিপোর্টে প্রকাশ, আখুর মা এবং স্ত্রীকে বন্দুকের নলের আগায় রেখে, ভয় দেখিয়ে গায়ককে অপহরণ করা হয়। পূর্ব ইম্ফলের খুরাইয়ের বাসিন্দা আখু চিংগাংবামকে কেন অপহরণ করা হয়, সে বিষয়ে ধোঁয়াশা ছড়াচ্ছে। গায়ক-গীতিকার হিসেবে পরিচিত আখুর একটি গাণনের ব্যান্ডও রয়েছে 'ইম্ফল টকিস' নাম করে।
চলতি বছরের ৩ মে থেকে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। কুকি এবং মেইতেই সম্প্রদয়ের সংঘর্ষের জেরে গোটা মণিপুর অশান্ত হয়ে ওঠে। দুই সম্প্রদায়ের বিবাদের জেরেই কি আখুকে অপহরণ করা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।