Manipur Violence: ঘুমের মাঝে বাহিনীর উপর হামলা জঙ্গিদের, ফের উত্তপ্ত মণিপুরে নিহত নিরাপত্তা আধিকারিক

সূত্রের খবর, কুকি জঙ্গিরাই বুধবার ভোরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। এসবিআই মোরের কাছে নিরাপত্তা বাহিনীর যে সিকিউরিটি পোস্ট রয়েছে, সেখানেই চলে হামলা।

Manipur (Photo Credit: IANS)

ইম্ফল, ১৭ জানুয়ারি: ফের জঙ্গিদের হাতে আক্রান্ত নিরাপত্তা বাহিনীর অফিসার। যার জেরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে  মণিপুরের (Manipur) মোরে। রিপোর্টে প্রকাশ, মোরেতে সেনা বাহিনীর উপর হঠাৎ হামলা চালায় জঙ্গিরা। যার জেরে সিডিও পদাধিকারী এক আধিকারিকের মৃত্যু হয়। আহত হন আরও একজন। জানা যাচ্ছে, বুধবার ভোর ৪টে নাগাদ মোরের এমা কোংডোংয়ের কাছে ঘুমের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় অস্ত্রধারীরা। তাদের প্রতিহত করতে গিয়েই সিডিও পদাধিকারী ডব্লিউ সমরজিৎ নামে ওই অফিসারের যেমন মৃত্যু হয়, তেমনি আহত হন আরও একজন।

আরও পড়ুন: Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের

দেখুন ট্যুইট...

সূত্রের খবর, কুকি জঙ্গিরাই বুধবার ভোরে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। এসবিআই মোরের কাছে নিরাপত্তা বাহিনীর যে সিকিউরিটি পোস্ট রয়েছে, সেখানেই চলে হামলা। প্রায় এক ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। যা নিয়ে গোটা এলাকায় ফের নতুনন করে উত্তেজনা এবং আতঙ্ক ছড়িয়ে পড়তে শুরু করে।