Manipur Violence: উত্তপ্ত মণিপুর সফরে রাহুল, 'হিংসা নয় ভালবাসা' দিয়ে ক্ষত সারানোর বার্তা কংগ্রেসের
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, প্রায় গত ২ মাস ধরে জ্বলছে মণিপুর। কিন্তু মণিপুরকে শান্ত করার কোনও উদ্যোগ সরকারের তরফে দেখা যাচ্ছে না। মণিপুরের মানুষ দুর্ভোগে রয়েছেন। এই সময় হিংসা নয়, ভালবাসা দিয়ে তাঁদের ক্ষত সারিয়ে তোলাই প্রধান উদ্দেশ্যে বলে রাহুল গান্ধীর সফরের প্রেকক্ষিতে ট্যুইট করেন কে সি বেণুগোপাল।
দিল্লি, ২৯ জুন: কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষের জেরে উত্তপ্ত মণিপুর (Manipur)। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তর-পূর্বের এই রাজ্য যখন উত্তপ্ত হতে শুরু করেছে, সেই সময় বিষয়টি নিয়ে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মণিপুর নিয়ে সর্বদলীয় বৈঠকের সময় তিনি দেশে নেই। ফলে মণিপুরের উত্তেজনা তাঁর কাছে 'গুরুত্বহীন' বলে সম্প্রতি অভিযোগ করা হয় কংগ্রেসের তরফে। উত্তপ্ত মণিপুর নিয়ে যখন কেন্দ্রের বিজেপি সরকারেরর বিরুদ্ধে দোপ দাগছে কংগ্রেস, সেই সময় সংঘর্ষপীড়িত রাজ্যে যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২৯ জুন অর্থাৎ বৃহস্পতিবার মণিপুরে যাবেন রাহুল গান্ধী। থাকবেন ৩০ জুন পর্যন্ত। তিনি ইম্ফল এবং চুড়াচাঁদপুরের আশ্রয় শিবিরগুলিতে হাজির হয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন বলে খবর। প্রসঙ্গত গত ৩ মে মণিপুরে উত্তেজনা ছড়ানোর পর এই প্রথম কোনও কংগ্রেস নেতা উত্তর-পূর্বের এই রাজ্যে যাচ্ছেন।
কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেন, প্রায় গত ২ মাস ধরে জ্বলছে মণিপুর। কিন্তু মণিপুরকে শান্ত করার কোনও উদ্যোগ সরকারের তরফে দেখা যাচ্ছে না। মণিপুরের মানুষ দুর্ভোগে রয়েছেন। এই সময় হিংসা নয়, ভালবাসা দিয়ে তাঁদের ক্ষত সারিয়ে তোলাই প্রধান উদ্দেশ্যে বলে রাহুল গান্ধীর সফরের প্রেক্ষিতে ট্যুইট করেন কে সি বেণুগোপাল।
মে মাসে মণিপুরে সংঘর্ষে ছড়ানোর পর দুর্গতদের রক্ষা করতে প্রায় ৩০০টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে। সেই আশ্রয় শিবিরগুলিতে এই মুহূর্তে ৫০ হাজার মানুষ রয়েছেন বলে খবর। শুধু তাই নয়, মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘর্ষের জেরে মণিপুরে এখনও পর্যন্ত ১০০ জনের প্রাণ গিয়েছে বলেও খবর। সবকিছু মিলিয়ে উত্তপ্ত মণিপুর নিয়ে প্রায় গোটা দেশ জুড়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।