Manipur Violence: জুলাইয়ে নিখোঁজ ২ ছাত্রের মৃত্যুর ছবি প্রকাশ্যে মণিপুরে, জল্পনা শুরু হতেই কড়া পদক্ষেপের আশ্বাস সরকারের

হিজাম লিনথোইঙ্গাম্বি এবং ফিজাম হেমজিৎ নামে ওই দুই ছাত্রকে কীভাবে খুন করা হল, তা প্রকাশ্যে আনা হবে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিষয়টি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও বিবৃতি প্রকাশ করা হয়।

Manipur (Photo Credits: ANI)

ইম্ফল, ২৬ সেপ্টেম্বর: ফের উত্তেজনা ছড়াচ্ছে মণিপুরে। এবার প্রকাশ্যে মণিপুর থেকে নিখোঁজ হওয়া দুই ছাত্রের ছবি। গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিল মণিপুরের ওই দুই ছাত্র। সম্প্রতি তাঁদের ছবি প্রকাশ্যে আসে। যেখানে ঘাসের উপর বসে থাকতে দেখা যায় দুজনকে। মণিপুরের নিখোঁজ হওয়া ওই ছাত্রের পিছনে দুজন অস্ত্রধারীও চোখে পড়ে। ১৭-র হিজাম লিনথোইঙ্গাম্বি এবং বছর ২০-র ফিজাম হেমজিৎ নামে ওই দুই পড়ুয়ার ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়ে যায় উত্তর-পূর্বের এই রাজ্যে।

হিজাম লিনথোইঙ্গাম্বি এবং ফিজাম হেমজিৎ নামে ওই দুই ছাত্রকে কীভাবে খুন করা হল, তা প্রকাশ্যে আনা হবে। পাশাপাশি ওই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বিষয়টি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকেও বিবৃতি প্রকাশ করা হয়।

গত ৬ জুলাই থকেে ওই দুই পড়ুয়া নিখোঁজ ছিল বলে জানানো হয়। ওই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই পড়ুয়ার মৃত্যু কীভাবে হল, সেই তথ্য অনুসন্ধান যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যায়, তেমনই ইচ্ছা প্রকাশ করেন মণিপুরের মানুষ। রাজ্যের মানুষের দাবিকে সম্মান জানিয়েই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয় মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে।



@endif