IPL Auction 2025 Live

Manipur Violence: 'মণিপুরের অবস্থা নিয়ে ভাবিত নন প্রধানমন্ত্রী', আক্রমণ কংগ্রেসের

মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। উত্তপ্ত রাজ্যে একের পর এক মানুষের যেমন মৃত্যুর খবর মেলে, তেমনি সম্পত্তি ধ্বংসের খবরও আসতে শুরু করে।

PM Modi (Photo Credit: Twitter)

দিল্লি, ২০ জুন: মণিপুর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করল কংগ্রেস। গেরুয়া শিবিরের উপর মানুষ সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। মণিপুরের সরকার এবং গেরুয়া শিবিরের উপর সে রাজ্যের মানুষের আর কোনও আস্থা নেই বলে কটাক্ষ করা হয় কংগ্রেসের তরফে। উত্তর-পূর্বের এই রাজ্যে কী হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে বিষয়ে গুরুত্ব দেন না বলে আক্রমণ করে কংগ্রেস। পাশাপাশি মণিপুরের বর্তমান অবস্থা নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাবিত নন বলে কটাক্ষ করা হয় কংগ্রেসের তরফে।

প্রসঙ্গত মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বিরোধের জেরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। উত্তপ্ত রাজ্যে একের পর এক মানুষের যেমন মৃত্যুর খবর মেলে, তেমনি সম্পত্তি ধ্বংসের খবরও আসতে শুরু করে।

সম্প্রতি মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে পেট্রল বোমা ছোড়া হয়। যদিও হামলার সময় কেন্দ্রীয় মন্ত্রী কিংবা তাঁর পরিবারের কেউ সেখানে হাজির ছিলেন না বলে রক্ষা পান। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।