Manipur Violence: মণিপুরে ফের উত্তেজনা, জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক

সিংথাম আনন্দ নামে ওই পুলিশ অফিসারকে কী কারণে গুলি করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য হাতে আসেনি। মোরের ওই স্বাস্থ্যকেন্দ্রে সিংথাম আনন্দকে ভর্তির পর, জঙ্গির খোঁজ করা হলেও, তাকে খুঁজে পাওয়া যায়নি। সিংথাম আনন্দকে গুলি করার পরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই আততায়ী।

Manipur (Photo Credit: Twitter/File Photo)

মণিপুরের মোরেতে গুলি করে খুন করা হল এক পুলিশ অফিসারকে। জঙ্গিদের গুলিতেই মণিপুরের ওই পুলিশ অফিসার সিংথাম আনন্দকে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। যে ঘটনার পর ফের মণিপুরের মোরেতে একটু একটু করে উত্তেজনা ছড়াতে শুরু করে। গুলি লাগার পর ওই পুলিশ আধিকারিককে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় কিন্তু শেষরক্ষা হয়নি। সিংথাম আনন্দ নামে ওই পুলিশ অফিসারকে কী কারণে গুলি করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য হাতে আসেনি।  মোরের ওই স্বাস্থ্যকেন্দ্রে সিংথাম আনন্দকে ভর্তির পর, জঙ্গির খোঁজ করা হলেও, তাকে খুঁজে পাওয়া যায়নি। সিংথাম আনন্দকে গুলি করার পরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই আততায়ী।

পুলিশ আধিকারিক খুনের ঘটনায় ক্ষোভ উগরে দেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। টাণ্ডা মাথায় পরিকল্পনা করে ওই পুলিশ আধিকারিককে খুন করা হয়েছে বলে মন্তব্য করেন মণিপুরের মুখ্যমন্ত্রী।