Manipur Violence: বাধা দেবেন না, মণিপুরকে শান্ত করতে এগিয়ে আসুন, মহিলা সমাজকর্মীদের কাছে আবেদন ভারতীয় সেনার

মণিপুরের পরিস্থিতি যখন স্বাভাবিক করার চেষ্টা চলছে, তখন বেশ কিছু মহিলা সমাজকর্মী সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা রাস্তা অবরোধ করছেন, সেনার কাজে ক্রমাগত বাধা দিচ্ছেন। মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে যাতে মহিলা সমাজকর্মীরা কোনওভাবে বাধা না দেন, বরং সাহায্য করেন , এবার সেই আবেদন জানানো হল ভারতীয় সেনার তরফে।

Manipur (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ জুন:  মনুষত্ত্ব দেখান, দুর্বলতায় পরিণত হবেন না। উত্তপ্ত মণিপুরের (Manipur) পরিস্থিতি স্বাভাবিক করতে এবার মহিলা সমাদকর্মীদের কাছে এমনই আবেদন করা হব ভারতীয় সেনা বাহিনীর তরফে। মণিপুরের পরিস্থিতি যখন স্বাভাবিক করার চেষ্টা চলছে, তখন বেশ কিছু মহিলা সমাজকর্মী সেই কাজে বাধা দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা রাস্তা অবরোধ করছেন, সেনার কাজে ক্রমাগত বাধা দিচ্ছেন। মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে যাতে মহিলা সমাজকর্মীরা কোনওভাবে বাধা না দেন, বরং সাহায্য করেন , এবার সেই আবেদন জানানো হল ভারতীয় সেনার তরফে।

 

উত্তপ্ত মণিপুরকে শান্ত করতে যাতে সমাজের সর্বস্তরের কর্মীরা সাহায্য করেন, এগিয়ে আসেন, সেই আর্জি জানানো হয় সেনার ট্যুইটে। মণিপুরকে স্বাভাবিক করতে প্রত্যেকে মনুষত্ত্ব দেখান। কেউ কারও দুর্বলতা হয়ে দাঁড়াবেন না বলে আর্জি জানায় ভারতীয় সেনা।