Manipur Violence: মণিপুরের বিষ্ণুপুরে ফের নতুন করে উত্তেজনা, আহত ২৩
ড়াচাঁদপুরের সংঘর্ষে যে ২৫ জন কুকি সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়, তাঁদের কোনওভাবে একসঙ্গে সমাহিত যাবে না। এই দাবিতে বিক্ষোভ শুরু করেন মেইতেইরা।
ইম্ফল, ৪ অগাস্ট: বৃহস্পতিবার ফের নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণপুরে ফের সংঘর্ষ শুরু হয়। বৃহস্পতিবার মণিপুরে প্রায় ১০০ জন মহিলা প্রসাসনের সিদ্ধান্তের বিরোধিতা করে রাস্তায় নামেন। চূড়াচাঁদপুরের সংঘর্ষে যে ২৫ জন কুকি সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়, তাঁদের কোনওভাবে একসঙ্গে সমাহিত যাবে না। এই দাবিতে বিক্ষোভ শুরু করেন মেইতেইরা। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়,তার জন্য এলাকায় মোতায়েন করা হয় নিরাপত্তা। এরপরই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে, তার জেরে সেনা বাহিনীর তরফে পালটা প্রতিরোধ গড়ে তোলা হয়। ফলে উত্তপ্ত হয়ে ওঠে বিষ্ণুপুর। প্রায় ১০০ মহিলার মিছিল প্রতিরোধ করতে সেনা বাহিনীর তরফে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়, গুলি ছোড়া হয় শূণ্যে। তার জেরে ফের ২৩ জন আহত বলে খবর। যাদের মধ্যে বেশিরভাগই মহিলা।
রিপোর্টে প্রকাশ, বিষ্ণুপুরে ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের অস্ত্র লুঠ করতে যায়। সেনা বাহিনীর অস্ত্র লুঠ করতে গেলে, বাধা দেওয়া হয়। এরপরই শূণ্যে গুলি ছোড়া হয়। সেই সঙ্গে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করা হয়। ফলে পরপর ২৩ জন জখম হন বলে খবর।