Manipur Violence: মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সহ্য করা হবে না, মণিপুরে ভাইরাল ভিডিয়োকাণ্ডে সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার তরফে একটি হলফনামা জারি করা হয়। সেখানে জানানো হয়, মণিপুরের সরকারের সঙ্গে আলোচনা করে তবেই ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে।
দিল্লি, ২৮ জুলাই: মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে। ফলে মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রের তরফে এমনই জানানো হল সুপ্রিম কোর্টকে। পাশাপাশি মহিলাদের উপর অত্যাচার হলে, সে ক্ষেত্রে জিরো টলারেন্স পদ্ধতি নেওয়া হবে। অর্থাৎ মহিলাদের উপর অত্যাচার কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
মণিপুর ভাইরাল ভিডিয়োকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার তরফে একটি হলফনামা জারি করা হয়। সেখানে জানানো হয়, মণিপুরের সরকারের সঙ্গে আলোচনা করে তবেই ভাইরাল ভিডিয়োকাণ্ডের তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে। পাশাপাশি ভাইরাল ভিডিয়োকাণ্ড মামলার ট্রায়াল যাতে মণিপুরের বাইরে করা হয়, সে বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে।
মণিপুরের ভাইরাল ভিডিয়োকাণ্ডে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।