Manipur Violence: মণিপুরে যান প্রধানমন্ত্রী, সংসদে কথা বলুন, রাষ্ট্রপতির কাছে দাবি বিরোধীদের

মণিপুরের পাশাপাশি হরিয়ানার নুহ-এর হিংসার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করেন ইন্ডিয়া জোটের ৩১ সদস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের ১০০ কিলোমিটার দূরে কী হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার মাথা ঘামাচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধীরা।

Photo Credits: ANI

দিল্লি, ২ অগাস্ট: বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া-র সদস্যরা এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি জমা দিলেন। মণিপুর নিয়ে সংসদে কথা বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দাবিতেই বার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা। শুধু তাই নয়, মণিপুরে যান প্রধানমন্ত্রী। উত্তর-পূর্বের এই রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী যাতে সেখানে যান, এমন দাবিও করেন বিরোধীরা।

মণিপুরের পাশাপাশি হরিয়ানার নুহ-এর হিংসার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করেন ইন্ডিয়া জোটের ৩১ সদস্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের ১০০ কিলোমিটার দূরে কী হচ্ছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকার মাথা ঘামাচ্ছে না বলে অভিযোগ করেন বিরোধীরা।

সবকিছু মিলিয়ে মণিপুর এবং হরিয়ানার নুহ-এর পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে স্মারকলিপি জমা দিয়ে একাধিক দাবি জানান বিরোধীরা।