Manipur Violence: মণিপুরে ২ ছাত্রের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত ইম্ফল, শুক্রবার ফের ছড়ায় উত্তেজনা

শুক্রবার রাতের ওই বিক্ষোভের ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, সেখানে রাজ্য পুলিশ এবং র্যাফের দেখা মেলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের সে ফাটাতেও দেখা যায়।

Mnaipur Violence (Photo Credit: File Photo)

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর: শুক্রবার সন্ধ্যা থেকে ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে মণিপুর। শুক্রবার মাঝ রাত পর্যন্ত চলে অশান্তি। গত ৬ জুলাই থেকে মেইতেই সম্প্রদায়ের যে ২ ছাত্র নিখোঁজ ছিল, তাঁদের মৃতদেহ উদ্ধারের পর থেকে ফের নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে মণিপুরের রাজধানী শহর ইম্ফলে। যার জের শুক্রবার মাঝ রাত পর্যন্ত ভুগতে থাকেন ইম্ফলে বসবাসকারী সাধারণ মানুষ।  রিপোর্টো প্রকাশ, শুক্রবার রাত ১১টা নাগাদ বিক্ষোভকারীরা পূর্ব ইম্ফলের খুরাই সাজোর লেইকাই-এ বিজেপির  বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এল সুসিন্দ্রোর বাসভবনে আক্রমণ করার চেষ্টা চালায়।

শুক্রবার রাতের ওই বিক্ষোভের ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে, সেখানে রাজ্য পুলিশ এবং র্যাফের দেখা মেলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের সে ফাটাতেও দেখা যায়। সেই সঙ্গে পুলিশের তরফে ছোঁড়া হয় স্মোক বোমাও। সবকিছু মিলিয়ে শুক্রবার রাত থেকে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে ইম্ফলে।