Manipur Violence: মণিপুরে এবার চলল যুদ্ধে ব্যবহার হওয়ায় ক্ষেপনাস্ত্রের, হত ৫, দেখুন ভিডিয়ো
উত্তপ্ত, অশান্ত। মণিপুর পরিস্থিতি নিয়ে এই শব্দগুলো এখন পুরনো হয়ে গিয়েছে। এবার বলা যায় মণিপুরে যেন মিনি যুদ্ধ চলছে। নাশাকতার আবহে মণিপুরের জিরিবামে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে।
ইম্ফল, ৭ সেপ্টেম্বর: Manipur Violence: উত্তপ্ত, অশান্ত। মণিপুর (Manipur) পরিস্থিতি নিয়ে এই শব্দগুলো এখন পুরনো হয়ে গিয়েছে। এবার বলা যায় মণিপুরে যেন মিনি যুদ্ধ চলছে। ঘুমন্ত ব্যক্তিকে গুলি করে হত্যা থেকে টানা ঘণ্টাখানেক ধরে বোমাবাজি। অশান্ত পরিস্থিতির মাঝে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মণিপুরের নতুন করে অশান্তির খবর দেশবাসীর কাছে ফের আতঙ্ক নিয়ে আসছে। নাশকতার আবহে মণিপুরের জিরিবামে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্য থেকে যেসব ছবি বা ভিডিয়ো আসছে তা দেখে মনে হবে সেখানে সিরিয়া, ইউক্রেনের মত যুদ্ধ চলছে। মণিপুরে এবার দূরগামী রকেট (Long-Range Rocket) বা ক্ষেপনাস্ত্র ব্যবহার করে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মৈরেম্বাম কৈরং সিংয়ের বাসভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা হল। অন্তত ৩ কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপনাস্ত্র।
ইম্ফল সহ রাজ্যের বিভিন্ন জায়গায় 'পাবলিক এর্মাজেন্সি'জারি করা হয়েছে। বেশ কয়েকটি জায়গা থেকে ড্রোন হামলারও খবর আসছে। ঠিক যেমনটা যুদ্ধে দেখা যায়।বিজেপি শাসিত এই রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, তা বেশ কিছু ভিডিয়োতে পরিষ্কার দেখা যাচ্ছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী বীরেন সিং দাবি করেছিলেন, মণিপুরের পরিস্থিতি ক্রমশ শান্ত হচ্ছে। আরও পড়ুন-মত্ত চালককে খাবার পরিবেশনে অস্বীকার, ট্রাক চালিয়ে রেস্তোরাঁয় ধাক্কা
দেখুন মণিপুরে নতুন করে অশান্তির ভিডিয়ো
এদিন, শনিবার সকালে মণিপুরে জঙ্গি হামলায় একজন নিহত হন ৷ পরে পাহাড়ের উপর দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে চারজন নিহত হয়েছেন ৷ ·গতকাল, মণিপুরের বিষ্ণুপুরের মোইরাঙে লোকালয় লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা। তাতে প্রাণ হারিয়েছেন এক প্রবীণ। আহত হয়েছেন আরও পাঁচ জন।
গত এক সপ্তাহ ধরে মণিপুরে জঙ্গি নাশকতার জেরে তটস্থ কেন্দ্রীয় বাহিনী। ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলায় চালিয়ে জঙ্গি আতঙ্ক তৈরি হয়েছিল স্থানীয়দের মধ্যে। এই পরিস্থিতিতে শনিবার জঙ্গি ডেরার সন্ধানে তল্লাশি অভিযান চালায় মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিদের তিনটি বাঙ্কার ধ্বংস করা হয় বলে খবর। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানের মধ্যেই জিরিবাম (Jiribam) জেলায় নতুন করে সংঘর্ষ ছড়ায়। রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, দুই গোষ্ঠীর গুলির লড়াইয়ে নিহত পাঁচজন। গণেশ চতুর্থীর সাত সকালে বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর এলাকায় শনিবার গোলাগুলির পাশাপাশি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। এদিন সকালে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। বিষ্ণুপর জেলার এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন এই হামলা হয়।