Manipur: ফের উত্তপ্ত মণিপুর, কেন্দ্রীয় বাহিনীর উপর কুকি জঙ্গিদের হামলা, নিহত ১ সিআরপিএফ
রবিবার মণিপুরের জিরিবামে সিআরপিএফ জওয়ান এবং রাজ্য পুলিশের একটি বাহিনীর উপর হামলা করে একদল জঙ্গি। পালটা গুলি চালানো শুরু করে কেন্দ্রীয় বাহিনী। গুলিযুদ্ধে নিহত ১ জওয়ান। আহত ৩।
জিরিবাম, ১৪ জুলাইঃ মণিপুরে (Manipur) কেন্দ্রীয় বাহির উপর হামলা। সশস্ত্র জঙ্গি বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের (CRPF)। গুলি লেগে আহত হয়েছেন আরও তিন সিআরপিএফ। এক বছরের বেশি সময় ধরে সাম্প্রদায়িক হিংসার জেরে জ্বলছে মণিপুর। রবিবার মণিপুরের জিরিবামে সিআরপিএফ জওয়ান এবং রাজ্য পুলিশের একটি বাহিনীর উপর হামলা করে একদল জঙ্গি। পালটা গুলি চালানো শুরু করে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা ৪০ নাগাদ ঘটে হামলার ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করা সশস্ত্র দল কুকি জঙ্গি বলেই সন্দেহ করা হচ্ছে।
জানা যাচ্ছে, শনিবার মনিপুরে (Manipur) একটি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার অনুসন্ধান অভিযান চালাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী এবং মণিপুর পুলিশের ওই যৌথ বাহিনী। জিরিবামের মনবুং গ্রামের কাছে আসার সময়ে তাঁদের উপর হামলা চালায় কয়েকজন কুকি জঙ্গি। গুলি এসে লাগে সিআরপিএফ জওয়ান (CRPF) অজয় কুমার ঝাঁর কপালে। বিহারের বাসিন্দা বছর ৪৩ এর আহত জওয়ানকে জিরিবাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরারা তাঁকে মৃত বলে জানিয়ে দেন।
কুকি জঙ্গি হামলার ঘটনায় আরও এক সিআরপিএফ জওয়ান পায়ে চোট পেয়েছেন। মণিপুরের দুই কমান্ডোও গুলি লেগে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জিরিবাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে আহতদের। বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই দলের গুলি যুদ্ধ চলে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh) জঙ্গি হামলার ঘটনার নিন্দা করে নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'জিরিবাম জেলায় কুকি জঙ্গি বলে সন্দেহ করা একটি সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে একজন সিআরপিএফ কর্মীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি৷ দেশের প্রতি দায়িত্ব পালনে তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ বৃথা যাবে না। হামলায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি নিহত সৈনিকের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই'