Manipur Clash: মণিপুরে দুই যুবককে অপহরণের পর খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্তরা, ভিডিয়োতে শুনুন মণিপুরের মুখ্যমন্ত্রীর বক্তব্য
মণিপুরে দুই যুবককে অপহরণের পর খুনের ঘটনায় রবিবার গ্রেফতার হল মূল অভিযুক্তরা। রবিবার বিকেলে প্রথমে টুইট করে ও পরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং।
ইম্ফল: মণিপুরে (Manipur) দুই যুবককে অপহরণের (abduction) পর খুনের (murder) ঘটনায় রবিবার গ্রেফতার হল মূল অভিযুক্তরা (main culprits)। রবিবার বিকেলে প্রথমে টুইট করে ও পরে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং (Manipur CM N Biren Singh)।
প্রথমে তিনি টুইট করে জানান, "আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ফিজাম হেমানজিৎ (Phijam Hemanjit) এবং হিজাম লিন্থোইঙ্গাম্বির (Hijam Linthoingambi) অপহরণ ও হত্যার জন্য দায়ী কিছু প্রধান অপরাধীকে আজ চূড়াচাঁদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আজ একটি বড় ঘটনা (major breakthrough) ঘটেছে। আমরা রাজ্যে দুই যুবককে অপহরণ ও হত্যার জন্য দায়ী মূল অপরাধীদের গ্রেপ্তার করেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) সিবিআই (CBI)-এর স্পেশাল ডিরেক্টর-সহ কয়েকজন সিনিয়র অফিসারকে মণিপুরে পাঠিয়েছিলেন। আর আজ ভারতীয় সেনাবাহিনী (Indian Army), আধাসামরিক বাহিনী (Paramilitary forces), অসম রাইফেলস (Assam Rifles) এবং রাজ্য পুলিশের সাহায্য়ে আমরা এই মামলায় চূড়াচাঁদপুর (Churachandpur) থেকে ৪অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। এটি একটি বিশাল অর্জন। আমি এনআইএ, সিবিআই এবং সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানাতে চাই।" আরও পড়ুন: Cocaine: জম্মু ও কাশ্মীরের রামবনে বাজেয়াপ্ত ৩০০ কোটি টাকার কোকেন, দেখুন ভিডিয়ো
দেখুন ভিডিয়ো: