Manipur: ইম্ফলে নতুন করে শুরু হিংসা, বাড়ানো হল কার্ফুর সময়
নতুন করে হিংসা শুরু মণিপুরে, বাড়ানো হল কার্ফুর সময়
নতুন করে ফের উত্তপ্ত মণিপুর।হিংসা ছ়ড়িয়ে পড়ার অভিযোগ উঠল ইম্ফলে।সোমবার নতুন করে উত্তপ্ত হয় ইম্ফলের বেশ কিছু এলাকা।যার জেরে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে এবং কার্ফুর সময় আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী নিউ চেকন এলাকায় ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। সেখানে দুটি বাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দোকানদারদের দোকান বন্ধ করানোর হুমকি দেয় তারা। স্থানীয় লোকেরা বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং বেশ কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে মারধরও করে। পরে তারা এলাকা ছাড়া হয়।
মণিপুর সরকারের পক্ষ থেকে রবিবার রাতে কার্ফুর পরিমান বাড়ানো হয়েছে।মে ২৬ তারিখ পর্যন্ত বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
সাম্প্রতিক মণিপুরের হিংসায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭১ জন মানুষ, আহত হয়েছেন ৩০০ জন, ১৬ টি জেলার মধ্যে ১১ টি জেলা বিপর্যস্ত হয় এই হিংসার ফলে।গৃহহীন হয়ে পড়ে ২৫ হাজার মানুষ।১৭০০ বাড়ি জ্বালিয়ে ফেলা হয়।২০০ গাড়ি ধ্বংস করা হয়।
এদিকে ইন্টারনেট বন্ধ হওায়ার জেরে বিভিন্নরকমের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে মণিপুরের সাধারণ মানুষ। কার্ফু জারির ফলে খাবার থেকে শুরু করে নিত্য প্রযোজনীয় দ্রব্যে দেখা দিচ্ছে ঘাটতি।তাই ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে দেওয়ার জন্যও আবেদন জানাচ্ছেন অনেেকেই।