Manipur: হিংসার আগুন মণিপুর জুড়ে, ইন্টারনেট বিচ্ছিন্নের পর রাজ্যের সমস্ত কলেজ ২ দিন বন্ধ রাখার নির্দেশ

অশান্তির আবহে এবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ রাখার ঘোষণা করল মণিপুর সরকার। ১১ এবং ১২ সেপ্টেম্বর মণিপুরের সমস্ত কলেজ বন্ধ থাকবে।

Manipur Protest (Photo Credit: X)

সেপ্টেম্বর মাস পড়তেই মণিপুর জুড়ে ফের বিশৃঙ্খলার চিত্র (Manipur Violence)। কখনও ড্রোন হামলা, কখনও ক্ষেপণাস্ত্র হামলা, তো আবার কখনও পুলিশের অস্ত্রাগারে লুট। সন্ত্রাসী উপদ্রবের জেরে ঘুম উড়েছে নিরাপত্তা বাহিনীর। অশান্ত পরিস্থিতিতে এবার বন্ধ করে দেওয়া হল মণিপুরের ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার দুপুর ৩টে থেকে আগামী ৫ দিনের জন্যে রাজ্যের ইন্টারনেট সংযোগ ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকবে মণিপুরের ইন্টারনেট পরিষেবা। অশান্তির আবহে এবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ রাখার ঘোষণা করল মণিপুর সরকার। ১১ এবং ১২ সেপ্টেম্বর মণিপুরের সমস্ত কলেজ বন্ধ থাকবে।

মণিপুরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের। হিংসার শিকার হয়ে যখন ১২ জনের বেশি। এই পরিস্থিতিতে এবার পথে নেমেছে রাজ্যের পড়ুয়ারা। সোমবার থেকেই রাজ্যের জেলায় জেলায় স্কুলের পোশাক গায়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছে পড়ুয়ারা। হিংসার বিরুদ্ধে ও স্কুল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদ জানায় পড়়ুয়ারা। এদিকে অশান্তি থামাতে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবল জেলায় কার্ফু জারি করা হয়েছে।

আগামী দুদিন কলেজ বন্ধ রাখার ঘোষণা...