Manipur: ফের উত্তপ্ত মণিপুর, ড্রোনের সাহায্যে ফেলা হল বোমা, আহত কমপক্ষে ৯, নিহত ২

২০২৩ সালের মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। সংরক্ষণ নিয়ে কুকি এবং মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত।

ফের উত্তপ্ত মণিপুর (ছবিঃX)

নয়াদিল্লিঃ ফের অশান্ত মণিপুর(Manipur)। শান্তি চুক্তির সবে একমাস কাটতে না কাটতেই ফের আগুন জ্বলছে মণিপুরে। রবিবার মণিপুরে চলল গুলি, ড্রোনের(Drone) সাহায্যে ফেলা হল বোমা(Bomb)। স্বরাষ্ট্র দফতরের বিবৃতি অনুযায়ী এই ঘটনায় দু'জন প্রাণ হারিয়েছেন। তাঁর মধ্যে রয়েছেন এক মহিলা। এবং গুরুতর জখম হয়েছে তাঁর সন্তান। আহত পুলিশকর্মীসহ আরও ৯ জন। এই ঘটনার পিছনে কুকি জনগোষ্ঠী জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই মণিপুর জুড়ে জারি করা হয়েছে কার্ফু। জানা গিয়েছে রবিবার ইম্ফল জেলার কৌত্রাক এলাকায় প্রথম গুলির লড়াই শুরু হয়। সশস্ত্র দুষ্কৃতীরা গ্রামে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। শুধু তাই নয়, ড্রোনের সাহায্যে ফেলা হয় অস্ত্র এবং বোমা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৩৩ বছরের এক মহিলার। গুরুতর আহত হয় তাঁর ১৩ বছরের কন্যাসন্তান। মণিপুর সরকারের তরফে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। নতুন করে অশান্তি ছড়ানোয় খানিক উদ্বেগে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছে কার্ফু। এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। সংরক্ষণ নিয়ে কুকি এবং মেতেই জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত। বছর ঘুরে গেলেও সেই বিবাদ এখনও মেটেনি। আর এউ দুই জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে বারেবারে অশান্ত হয়ে উঠছে মণিপুর।

ফের উত্তপ্ত মণিপুর,  আহত কমপক্ষে ৯, নিহত ২



@endif