Manipur:ফের উত্তপ্ত মণিপুর, অশান্তির আঁচ পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত
দরজা ভেঙে বাড়িতে ঢোকার পর্যন্ত চেষ্টা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ।
নয়াদিল্লিঃ ফের অগ্নিগর্ভ মণিপুর(Manipur)। এ বার অশান্তির উত্তাপ পৌঁছল খোদ মুখ্যমন্ত্রী(Chief Minister) সহ অন্যান্য মন্ত্রী বিধায়কদের বাড়ি পর্যন্ত। নেতা মন্ত্রীদের বাড়িতে হামলা চালাল বিক্ষোভকারী জনতা। দরজা(Door) ভেঙে বাড়িতে ঢোকার পর্যন্ত চেষ্টা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ।(Police) সেই সঙ্গে বিষ্ণুপুর, থৌবাল, কাঙ্কপোকপি, চূড়াচন্দপুর সহ ৭ জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। ইম্ফল পূর্ব ও পশ্চিমে অনির্দিষ্টকালের জন্য জারি কার্ফু। এদিন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা। কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, গত সপ্তাহেই ফের উত্তেজনা ছড়ায় মণিপুরে। কুকি দুষ্কৃতীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় মণিপুরে। এই সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়। নিখোঁজ হয়ে যায় ৮ মাসের শিশুসহ ৬ জন। এরপর নদী থেকে উদ্ধার হয় দেহ।
ফের উত্তপ্ত মণিপুর, অশান্তির আঁচ পৌঁছল মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত