Jodhpur: মন্দিরের সামনে ৩ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত, তদন্তে নেমেছে পুলিশ

কলকাতার পর এবার যোধপুর। দেশে আবারও ধর্ষণের ঘটনা ঘটল। ঘটনাস্থল এবার বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে।

Representational Image (Photo Credits: File Photo)

কলকাতার পর এবার যোধপুর (Jodhpur)। দেশে আবারও ধর্ষণের ঘটনা ঘটল। ঘটনাস্থল এবার রাজস্থানে। জানা যাচ্ছে রবিবার স্থানীয় একটি মন্দিরের সামনে একটি বস্তি থেকে একটি শিশুকন্যাকে তুলে নিয়ে যায় এক ব্যক্তি। ভোরবেলার দিকে তখন পরিবারের সঙ্গে ঘুমোচ্ছিল ওই শিশু। তখন তাঁকে তুলে নিয়ে গিয়ে মন্দিরের অদূরে একটি দোকানের পেছনে তাঁকে ধর্ষণ করা হয়। এরপর সেই দোকানের মালিক যখন দোকান খুলতে আসে তখন ওই শিশুটিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে। এরপর স্থানীয় থানায় খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসে এবং শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরীর ঠোঁটে ও পিঠে গুরুতর জখম ছিল।

অন্যদিকে সকালে মেয়েকে না দেখতে পেয়ে খোজাখুজি শুরু করে তার বাবা-মা। শেষমেশ স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে মেয়ের জখম অবস্থা দেখে। শিশুটির বাবা পেশায় একজন সাফাইকর্মী এবং তাঁর মা মানসিক ভারসাম্যহীন মহিলা। পুলিশসূত্রে জানা গিয়েছে অভিযুক্তের এখনও সন্ধান পাওয়া যায়নি। কোনও এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিই এই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশে অনুমান। তাঁরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের সন্ধান চালাচ্ছে। সেই সঙ্গে ঘটনাস্থলটি ফরেন্সিক বিভাগের আধিকারিকরা এসে পরীক্ষা করছেন। অন্যদিকে ওই কিশোরীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক রয়েছে বলে জানা গিয়েছে।