স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের, শিশুপুত্রকে খুন করে গলা কাটল ব্যক্তি

স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল। এর জেরে ৬ বছরের শিশুপুত্রকে খুন করে তার গলা কাটার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। শনিবার সকালে পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ের মালাদ এলাকায়।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

মুম্বই: স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া হয়েছিল। এর জেরে ৬ বছরের শিশুপুত্রকে খুন (Kill) করে তার গলা কাটার (slits) অভিযোগে গ্রেফতার (arrest) হল এক ব্যক্তি। শনিবার সকালে পাশবিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharastra) মুম্বইয়ের (Mumbai) মালাদ (Malad) এলাকায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযুক্তকে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালাদের মালওয়ানি চার্চ মার্কেট (Malwani Church Market) এরিয়ার বাসিন্দা ৪৪ বছরের নন্দন অধিকারীর সঙ্গে তার স্ত্রী সুনীতার প্রায়শই তুমুল ঝগড়া হত। শনিবার সকালে ফের ঝগড়াতে মেতে উঠেছিলেন ওই দম্পতি। সেসময়ই আচমকা রাগের মাথায় বাড়িতে থাকা ৬ বছরের শিশুপুত্রকে খুন করে তার গলা কেটে (slit the throat) ফেলে তার বাবা নন্দন। পরে এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পরেই ঘটনাস্থলে এসে মৃত শিশুর দেহ ময়নাতদন্তের (autopsy) জন্য পাঠানোর পাশাপাশি অভিযুক্ত নন্দন অধিকারীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ার পর সুনীতা দেবী তাঁর ১৩ বছরের মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসতে গেছিলেন। পরে বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর ছোট ছেলে রক্তের মধ্যে মৃত অবস্থায় শুয়ে আছে। বিষয়টি দেখেই কান্নাকাটি শুরু করে দেন তিনি। তা শুনে প্রতিবেশীরা এসে তাঁকে সান্তনা দেওয়ার পাশাপাশি পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত করে জানতে পারে যে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া লাগত। শনিবার সেই রকমই একটি মুহূর্তে নিজেদের শিশুপুত্রকে নৃশংসভাবে খুন করে নন্দন। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি এফআইআর (FIR) দায়ের করে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে।