Thane Shocker: হানিমুন নিয়ে অশান্তি, জামাইকে অ্যাসিড ছুড়ল শ্বশুর
এরপর আতিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৪-১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
নয়াদিল্লিঃ সদ্য বিয়ে। তারপরই হানিমুনে (Honeymoon)যাওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু কোথায় যাওয়া হবে সেই নিয়ে দোটানা ছিল। আর এসবের মাঝে ঢুকে পড়ে শ্বশুর(Father In law)। সেখান থেকেই বচসার সূত্রপাত। বচসা তুঙ্গে পৌঁছলে জামাইকে (Son In Law)অ্যাসিড(Acid) ছুড়ে মারার অভিযোগ উঠেছে বৃদ্ধ শ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের(Mumbai) কল্যাণে। আহত ব্যক্তির নাম ইবাদ আতিক ফালকে। বয়স ২৯। মহারাষ্ট্রের থানের বাসিন্দা তিনি। সম্প্রতি কল্যাণের বাসিন্দা জাকি গুলাম মুরতাজা খোটাল(৬৫) এর কন্যাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর মধুচন্দ্রিমায় কাশ্মীর যাবেন এমনটাই ঠিক করেছিলেন নবদম্পতি। কিন্তু তাতে রাজি ছিল না শ্বশুর। জাকি গুলাম চেয়েছিল মেয়ে-জামাই হানিমুনে কোনও তীর্থস্থানে যাক। এই নিয়ে জামাইয়ের সঙ্গে বচসা শুরু হয়। এরপর বুধবার রাতে বাড়ি ফিরে রাস্তার ধারে গাড়ি পার্ক করছিলেন আতিক। এমনসময় তাঁর উপর অ্যাসিড হামলা করে শ্বশুর। অ্যাসিডে পুড়ে যায় মুখ এবং শরীরের বেশ খানিকটা অংশ। এরপর আতিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি। অন্যদিকে অভিযুক্ত শ্বশুরের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৪-১ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
হানিমুন নিয়ে বচসা, জামাইকে অ্যাসিড ছুড়ল শ্বশুর