Maharashtra: বন্ধুর মোবাইল ফোনে জি পে দিয়ে ২২.৩৫ লক্ষ হাতিয়ে নিলেন ব্যক্তি, গ্রেফতার
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি বছর ৬৮-র এক ব্যক্তি ব্যাঙ্কে যান অবসরকালীন অর্থ তুলতে। ব্যাঙ্কে গিয়ে তিনি যখন ২০ লক্ষ তুলতে যান, সেই সময় দেখেন, তাঁর অ্যাকাউন্ট ফাঁকা। সেখান থেকে ২২.৩৫ লক্ষ তুলে নেওয়া হয়েছে।
মুম্বই, ১৯ জুলাই: মোবাইলে (Mobile) গেমস খেলার নাম করে জি পে থেকে ২২.৩৫ লক্ষ হাতিয়ে নিলেন এক ব্যক্তি। গেমসের নাম করেই ওই বড় অঙ্কের অর্থ বন্ধুর জি পে থেকে তুলে নিয়েও নির্বিকার ব্যক্তি। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।
রিপোর্টে প্রকাশ, সম্প্রতি বছর ৬৮-র এক ব্যক্তি ব্যাঙ্কে (Bank) যান অবসরকালীন অর্থ তুলতে। ব্যাঙ্কে গিয়ে তিনি যখন ২০ লক্ষ তুলতে যান, সেই সময় দেখেন, তাঁর অ্যাকাউন্ট ফাঁকা। সেখান থেকে ২২.৩৫ লক্ষ তুলে নেওয়া হয়েছে। কী হয়েছে বুঝতে পারেননি প্রথমে। এরপর ওই ব্যক্তি পুলিশের (Police) দ্বারস্থ হন। সেখানে তিনি দাবি করেন, গেমস খেলার নাম করে তাঁর বন্ধু সম্প্রতি মোবাইল নিয়েছিলেন। তাঁর কাছ থেকে মোবাইল ফোন নেওয়ার পর জি পে ব্যবহার করে সেখান থেকে ২২.৩৫ লক্ষ তুলে নেন বলে অভিযোগ।
আরও পড়ুন: Mani Ratnam: হঠাৎ অসুস্থ মণি রত্নম, হাসপাতালে ভর্তি জনপ্রিয় পরিচালক
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। আদতে কী হয়েছে, সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।