Mamata's Goa Visits: গোয়ায় দিনভর ঠাসা কর্মসূচি, ৩টি মন্দির দর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৩ দিনের সফরে গতকাল গোয়া (Goa) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ঠাসা কর্মসূচি রয়েছে। যার মধ্যে রয়েছে তিনটি মন্দির পরিদর্শন, মৎস্যজীবী ও সুশীল সমাজের সঙ্গে আলাপচারিতা। এছাড়াও গোয়া তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

Mamata Banerjee (Photo Credit: Twitter/ANI)

পানাজি, ২৯ অক্টোবর: ৩ দিনের সফরে গতকাল গোয়া (Goa) পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ ঠাসা কর্মসূচি রয়েছে। যার মধ্যে রয়েছে তিনটি মন্দির পরিদর্শন, মৎস্যজীবী ও সুশীল সমাজের সঙ্গে আলাপচারিতা। এছাড়াও গোয়া তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

সূত্রের খবর, শুক্রবার সকালে গোয়ার স্থানীয় তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা। তার পর স্থানীয় একটি মাছের বাজারে যাবেন। কথা বলবেন মৎস্যজীবী ও বিক্রেতাদের সঙ্গে। সেখান থেকে যাবেন গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে সাংবাদিক বৈঠক করতে। বিকেলে প্রিয়লের মাঙ্গুয়েসি, মারদোলের মহালসা নারায়ণী এবং কুন্দাইমের তপভূমি মন্দির দর্শন করবেন তৃণমূল নেত্রী। মন্দির দর্শনের পর সন্ধ্যা নাগাদ গোয়ার সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। আরও পড়ুন: Jagdeep Dhankhar Discharged From AIIMS: ম্যালেরিয়ার কবল থেকে মুক্ত, এইমস থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। রাজ্যের ৪০টি বিধানসভা আসনেই লড়াই করবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দলে টানা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। গোয়ার জন্য দলের কৌশল তৈরি করছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।