Asaduddin Owaisi Hits Back to Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় হায়দরাবাদিদের ভয় পাচ্ছেন, তাহলে বাংলায় বিজেপি কীকরে ১৮ আসন পেল, জানতে চাইলেন আসাদউদ্দিন ওয়েসি

একদিন আগেই আসাদউদ্দিন ওয়েসির (Asaduddin Owaisi) অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিনকে (AIMM)নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত পোহাতে না পোহাতেই তার পাল্টা দিলেন ওয়েসি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, হায়দরাবাদের একটি মুসলিম কট্টরপন্থী দল বাংলায় খাতা খোলার চেষ্টা করছে। ওদের বিশ্বাস করবেন না। এর উত্তরে আজ ওয়েসি বলেন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রিপোর্ট মোতাবেক বাংলার মুসলমানদের হাল সব থেকে খারাপ।

মমতা বন্দ্যোপাধ্যায় ও আসাদউদ্দিন ওয়েসি (Photo Credit: IANS)

কোচবিহার, ১৯ নভেম্বর: একদিন আগেই আসাদউদ্দিন ওয়েসির (Asaduddin Owaisi) অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলেমিনকে (AIMM)নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত পোহাতে না পোহাতেই তার পাল্টা দিলেন ওয়েসি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশে বলেন, হায়দরাবাদের একটি মুসলিম কট্টরপন্থী দল বাংলায় খাতা খোলার চেষ্টা করছে। ওদের বিশ্বাস করবেন না। এর উত্তরে আজ ওয়েসি বলেন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রিপোর্ট মোতাবেক বাংলার মুসলমানদের হাল সব থেকে খারাপ। এই নিয়ে কথা বললেই যদি দিদি চিন্তিত হয়ে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে সাবধান করার চেষ্টা করেন তাহলে গত লোকসভা ভোটে কীকরে বিজেপি ৪২টি আসনের মধ্যে ১৮টি জিতে যায়? জবাব চেয়েছেন ওয়েসি।

উল্লেখ্য, সম্প্রতি বিহারে উপনির্বাচনে জয়ী হয়েছে হায়দরাবাদের নিজামের প্রতিষ্ঠিত দল মিম। তারপরেও মিশন বাংলাকে পাখির চোখ করা হয়েছে। কোচবিহারে মিমের পোস্টার পড়তেই প্রমাদ গোনে তৃণমূল কংগ্রেস। এদিকে সংখ্যালঘু ভোটের বদান্যতায় করে কম্মে খাচ্ছে রাজ্যের শাসকদল। এমনিতে হিন্দু ভোট ব্যাংকে তাবা বসিয়েছে বিজেপি। এবার মুসলিম ভোট ব্যাংকে যদি মিম নজর দেয় তাহলে তৃণমূলের শিরে সংক্রান্তি দশা হবে। সম্প্রতি কোচবিহারে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হিন্দু কট্টরবাদীদের মতো সংখ্যালঘুদর মধ্যেও এক শ্রেণির কট্টরবাদীদের উদ্ধব লক্ষ্য করা যাচ্ছে। “হায়দরাবাদে এমন একটি রাজনৈতিক দল রয়েছে যারা বিজেপির থেকে টাকা নিয়ে সংগঠন চালায়। ওই দলটি কিন্তু পশ্চিমবঙ্গের নয়।” আরও পড়ুন-Sabarimala Temple Row: ১২ বছরের নাবালিকাকে আইয়াপ্পা দর্শনের জন্য ট্রেকিংয়ের অনুমতি দিল না পুলিশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ শুনেই রাজ্যে বিজেপির সফলতা নিয়ে তৃণমূলনেত্রীকে পাল্টা দিতে ছাড়েননি ওয়েসি। বলেছেন, “নিজের হারের প্রতিচ্ছবি দেখতে পেয়ে হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে একমাত্র বাংলার মুসলিমরাই সবথেকে পিছিয়ে আছেন। বাংলার মুসলমানদের সামনে আমাকে হেয় প্রতিপন্ন করে আসলে মিমের বাংলা জয়ের গতিকেই আপনি এগিয়ে দিলেন। নিজের ভয় ও হতাশাকে লুকোতে না পেরে এসব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মুসলিম চরমপন্থা নয়, বাংলার মুসলমানদের হাল খারাপ এমন রিপোর্ট কেন্দ্রের। হায়দরবাদীদের তিনি ভয় পাচ্ছেন আর বিজেপি বাংলায় ১৮টা আসন দখল করে বসে আছে।”

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now