Mallikarjun Kharge: প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কংগ্রেস, প্রধানমন্ত্রীর অভিযোগের পালটা 'মোদী কি গ্যারান্টি' নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি খাড়গে

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কংগ্রেস। এমনই অভিযোগ তুলে হাত শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুপ থাকল না কংগ্রেসও। দলের হয়ে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দুই শিবিরের বাগযুদ্ধের সাক্ষী নেটবাসী।

Mallikarjun Kharge, Narendra Modi (Photo Credits: Facebook)

নয়া দিল্লি, ২ নভেম্বরঃ জনগণকে দেওয়া প্রতিশ্রুতিকে ঘিরে দুই সরকারের মধ্যে কাদা ছোড়াছুড়ি। এক সরকার দিল্লির মসনদে, অন্য সরকার রাজ্যের মাথায়। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কংগ্রেস (Congress)। এমনই অভিযোগ তুলে হাত শিবিরের বিরুদ্ধে আক্রমণ শানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। চুপ থাকল না কংগ্রেসও। দলের হয়ে ঝাঁপিয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। দুই শিবিরের বাগযুদ্ধের সাক্ষী নেটবাসী।

শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের পশরা সাজিয়ে আসরে নামেন মোদী (PM Modi)। এক্স হ্যান্ডেলে লেখেন, 'কর্ণাটকে কংগ্রেস উন্নয়নের জন্য মাথা ঘামানোর পরিবর্তে আন্তঃদলীয় রাজনীতি এবং লুটপাটে ব্যস্ত। কংগ্রেস পার্টি কঠিন উপায়ে উপলব্ধি করছে যে অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া সহজ কিন্তু সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করা কঠিন। ভোটের আগে প্রচারের স্বার্থে বহু প্রতিশ্রুতি দিয়েছিল তাঁরা। কিন্তু বাস্তবে তাঁরাও জানে এই প্রতিশ্রুতি পূরণ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। জনগণের সামনে তাঁদের আসল চেহারা বেরিয়ে পড়েছে। কর্ণাটক, তেলাঙ্গানা, হিমাচল প্রদেশ সব জায়গাতেই ব্যর্থ কংগ্রেস'।

মোদীর অভিযোগের পালটা এবার অভিযোগ সাজালেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। এক্স হ্যান্ডেলে লেখেন, 'মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, লুট এবং প্রচার- এই ৫টি বিশেষণ আপনার সরকারকে সর্বোত্তমভাবে বর্ণনা করে'। বিজেপি সরকারের ১০০ দিনের কাজের পরিকল্পনাকে সস্তার প্রচার কৌশল বলে উল্লেখ করেন খাড়গে। তিনি দাবি করেন, '২০২৪ সালের ১৬ মার্চ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০৪৭ সালের রোডম্যাপ তৈরি করতে আপনারা ২০ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু বাস্তবের চিত্রটা আসলে অন্যরকম'। পাশাপাশি প্রধানমন্ত্রীর আচ্ছে দিন, বিকশিত ভারত, বছরে দু কোটি চাকরি ইত্যাদি 'মোদী গ্যারান্টি'র একগুচ্ছ প্রতিশ্রুতির কথা উল্লেখ করে কংগ্রেস সভাপতির (Mallikarjun Kharge) অভিযোগ, ওই সবগুলোই পূরণে ব্যর্থ মোদী। মোদী কি গ্যারান্টি (Modi Ki Guarantee) আসলে ১৪০ কোটি ভারতবাসীর কাছে মজার রসিকতা ছাড়া আরও কিছুই না।