Narendra Modi: মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ বরদাস্ত নয়, মালদ্বীপের হাই কমিশনারকে তলব দিল্লির
মালদ্বীপের তিন মন্ত্রী মালসা শরিফ, মারিয়ম শিউনা এবং আবদুল্লা মাজিদ মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করলে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। তবে মালদ্বীপের মন্ত্রীরা মোদীকে নিয়ে যে মন্তব্য করেন, তা তাঁদের ব্যক্তিগত মত। তার সঙ্গে মালদ্বীপ সরকার বা প্রশাসনের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়।
দিল্লি, ৮ জানুয়ারি: মালদ্বীপের (Maldives ) হাই কমিশনার ইব্রাহিম সাহিবকে সমন পাঠাল দিল্লি (Delhi)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) লাক্ষাদ্বীপ সফর নিয়ে মালদ্বীপের ৩ মন্ত্রীর কটাক্ষের পরপরই সে দেশের হাই কমিশনারকে তলব করে দিল্লি। রিপোর্টে প্রকাশ, ভারতের প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষের জেরেই হাই কমিশনারকে বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হয়। সেখানে মালদ্বীপের হাই কমিশনারের সঙ্গে বিদেশ মন্ত্রকের সুদীর্ঘ আলোচনা হয় এবং তারপরই ইব্রাহিম সাহিবকে সেখান থেকে বের হতে দেখা যায়। মালদ্বীপের তিন মন্ত্রী মালসা শরিফ, মারিয়ম শিউনা এবং আবদুল্লা মাজিদ মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করলে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। তবে মালদ্বীপের মন্ত্রীরা মোদীকে নিয়ে যে মন্তব্য করেন, তা তাঁদের ব্যক্তিগত মত। তার সঙ্গে মালদ্বীপ সরকার বা প্রশাসনের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করা হলে, ফুঁসে ওঠেন ভারতীয়রা। এমনকী মালদ্বীপ বয়কটের ডাকও দেওয়া হয় ট্যুইটার জুড়ে।