Bengaluru: অবমাননাকর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে উত্তেজনা, মৃত ২ আহত ৬০ পুলিশ কর্মী

ফেসবুকে অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হিংসা ছড়ালো বেঙ্গালুরুতে (Bengaluru)। এই ঘটনায় ২ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৬০ জন পুলিশকর্মী। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, অবমাননাকর ফেসবুক পোস্ট শেয়াক করার অভিযোগে নবীনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজিত জনতা ওই ফেসবুক পোস্টটি দেখেই ক্ষোভে ফুটতে থাকে। তারা জানতে পারে স্থানীয় কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির আত্মীয় ওই নবীন। তাই নবীনকে ধরতে সবাই বিধায়কের বাড়ির চারপাশে জড়ো হয়। তারপর শ্রীনিবাস মূর্তির বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। ক্ষুব্ধ জনতার একাংশ ততক্ষণে বাড়ি সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। রাতবিরেতে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেঙ্গালুরুতে হিংসা (Photo Credits: ANI)

বেঙ্গালুরু, ১২ আগস্ট: ফেসবুকে অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে হিংসা ছড়ালো বেঙ্গালুরুতে (Bengaluru)। এই ঘটনায় ২ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৬০ জন পুলিশকর্মী। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্ত জানিয়েছেন, অবমাননাকর ফেসবুক পোস্ট শেয়াক করার অভিযোগে নবীনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তেজিত জনতা ওই ফেসবুক পোস্টটি দেখেই ক্ষোভে ফুটতে থাকে। তারা জানতে পারে স্থানীয় কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির আত্মীয় ওই নবীন। তাই নবীনকে ধরতে সবাই বিধায়কের বাড়ির চারপাশে জড়ো হয়। তারপর শ্রীনিবাস মূর্তির বাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। ক্ষুব্ধ জনতার একাংশ ততক্ষণে বাড়ি সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। রাতবিরেতে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও পড়ুন-Pranab Mukherjee Health Worsens: আরও সঙ্কটজনক অবস্থা প্রণব মুখার্জির, লাইফ সাপোর্টেই রাখা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতিকে

বিক্ষোভকারীরা এরপরেই স্থানীয় কেজি হাল্লি থানার ঘিরে ফেলে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে শুরু করে বিক্ষেভকারীরা। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাসও ছোড়া হয়। গুলিও চালায় পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, এরপর জমিয়তে উলেমায়ে হিন্দের ধর্মীয় নেতা মুফতি পিএম মুজাম্মিল বিক্ষোভকারীদের হিংসা থামানোর আর্জি জানান। তাদের আবেগ নিয়্ন্ত্রণের করতে বলে তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। আগামী কাল অর্থাৎ আজ অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। যদিও অভিযুক্তের দাবি সে ওই অবমাননাকর পোস্টটি করেনি। তার অ্যাকাউন্ট কেউ হ্যাক করেছে। হিংসার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা থাকায় এলাকায় ১৪৪ দারা জারি করা হয়েছে।